বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে পুলিশের উপর হামলার ঘটনায় ॥ মা-মেয়ে, ছেলেসহ গ্রেফতার ৫ পুলিশ এসল্ট মামলা দায়ের হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নে সেপ্টেম্বর মাসের কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি ও গাজায় গণহত্যা বন্ধের দাবিতে ॥ গণতান্ত্রিক আইনজীবী সমিতি হবিগঞ্জ বার শাখার মানববন্ধন ও সমাবেশ শহরে বিএনপি অফিস ভাংচুর মামলায় পিতা-পুত্র গ্রেফতার শহরের চিহ্নিত চোর ও ডাকাতদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন মাধবপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত একুশে টিভির সাংবাদিক বিকুল চক্রবর্তীর বৃটেনের কার্ডিফ শহীদ মিনার পরিদর্শন মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন বিরোধী মোবাইল কোর্টের অভিযান নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন চোরাই মোবাইল উদ্ধারে অভিযান চলাকালে ॥ নবীগঞ্জে পুলিশের উপর অর্তকিত হামলায় আহত ৫ ॥ আটক ৩

হাতীর থানে বিদ্যুতের নামে আড়াই লাখ টাকা আত্মসাতের পায়তারা ॥ আজ সালিশ

  • আপডেট টাইম শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬
  • ৪৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার হাতীরথান ঠাকুর বাড়ি (রঘুদয়াল) এলাকায় পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহিরের বরাদ্দকৃত বিদ্যুত সংযোগ গোপন করে সাধারন মানুষকে পল্লী বিদ্যুত এনে দেয়ার কথা বলে তাদের কাছ থেকে প্রায় আড়াই লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি অসাধু মহল। মহলটি ওই টাকাগুলো আত্মসাত করতে ব্যাপক তৎপরতা চালাচ্ছে। এতে সচেতন মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে আজ শুক্রবার একটি সালিশ বৈঠকের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান গ্রামবাসী।
জানা যায়, প্রায় ৫-৬ মাস পূর্বে ওই এলাকার ঠাকুর বাড়িসহ আশপাশের প্রায় ৫০ টি ঘরে বিদ্যুত না থাকায় এমপি আবু জাহির ওই এলাকায় বিদ্যুত সংযোগ বরাদ্দ দেন।
এ সুযোগে ওই গ্রামের মৃত মহরম উলাহর পুত্র মোঃ শের আলী তার সহযোগী কয়েকজনকে নিয়ে ওই বরাদ্দকৃত বিদ্যুত বাবত সাধারণ মানুষের কাছ থেকে প্রায় আড়াই লাখ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে গত মঙ্গলবার শায়েস্তাগঞ্জ থেকে পল্লী বিদ্যুতের লোকজন ওই এলাকায় পরিদর্শনে আসলে ওই বিদ্যুত বরাদ্দকৃত বলে জানতে পারেন গ্রামবাসী। পরে বিষয়টি নিয়ে ওইদিন গ্রামবাসীদের নিয়ে সাবেক মেম্বার মোঃ আজগর আলীর বাড়িতে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় শের আলী তাদের কাছ থেকে ওই টাকা গুলো নিয়ে আত্মসাতের পায়তারা করছে বলে আলোচনা করা হয়।
গ্রাহকদের মধ্যে মোঃ আজগর আলী, কুতুব আলী, রমিজ আলী, ইদু মিয়া ও আতাব আলীসহ কয়েকজন জানান, তাদেরকে বিদ্যুত দেওয়ার কথা বলে জনপ্রতি ৭ হাজার থেকে সাড়ে ৭ হাজার টাকা করে প্রায় আড়াই লাখ টাকা হাতিয়ে নিয়েছে শের আলী। এ ব্যাপারে আজ শুক্রবার একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তারা জানান।
এ ঘটনার সাথে স্থানীয় কোন নেতা জড়িত থাকতে পারে বলে মনে করছেন এলাকার সচেতন মানুষ। এ ব্যাপারে পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার মোঃ সোলেয়মান মিয়া জানান, একজন গ্রাহকের সদস্য ফি-৫০ টাকা এবং জামানত বাবত ৬শ টাকা সমিতি গ্রহন করে। এছাড়া আর কোন খরচ পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা গ্রহন করেন না। একজন গ্রাহকের বাড়িতে ওয়ারিং এবং ইলেক্টশিয়ান বাবত সব্বোর্চ খরচ হতে পারে প্রায় ৩ হাজার টাকা। এর বেশি হওয়ার কথা না।
এদিকে, আগামী ১৭ আগস্ট হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির উপস্থিত থেকে ওই গ্রামে উক্ত বরাদ্দকৃত বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করবেন বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com