প্রেস বিজ্ঞপ্তি ॥ “গাজায় ইসরায়েলী বাহিনীর গণহত্যা বন্ধ করা ও জাতিসংঘ দ্বারা স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রের স্বীকৃতির দাবীতে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি হবিগঞ্জ জেলা বার শাখার উদ্যোগে হবিগঞ্জ জেলা জজ আদালতের সম্মুখ রাস্তায় গতকাল বুধবার সকাল ১০ঘটিকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা বার শাখার আহ্বায়ক এডভোকেট মুরলী ধর দাসের সভাপতিত্বে এবং সদস্যসচিব এডভোকেট পিনাক রঞ্জন দেবনাথের সঞ্চালনায় উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি এডভোকেট মোঃ আব্দুল হান্নান চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট অহিন্দ্র দত্ত চৌধুরী, গণতান্ত্রিক আইনজীবী সমিতির হবিগঞ্জ বার শাখার অন্যতম সদস্য সিনিয়র এডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, এডভোকেট মোঃ শামছু মিয়া চৌধুরী, গণতান্ত্রিক আইনজীবী সমিতির হবিগঞ্জ বার শাখার সদস্য এডভোকেট নিজামুল হক লস্কর, এডভোকেট শফিকুল ইসলাম দুলাল, এডভোকেট মোঃ আতাউর রহমান তালুকদার, এডভোকেট সৈয়দ মোজাম্মিল হক, এডভোকেট শশাঙ্ক দত্ত, এডভোকেট দেবান্জন ভট্টাচার্য, এডভোকেট মোঃ খায়রুল ইসলাম সামায়ন, এডভোকেট শরদিন্দু ভট্টাচার্য, এডভোকেট পবিত্র কুমার দাস, দেওয়ান জাকারিয়া প্রমুখ।
বক্তারা মার্কিন মদদে ইসরাইলী বাহিনীর হামলায় গণহত্যা বন্ধের দাবী জানান। তাঁরা বলেন, গাজায় বিগত দুই বছরে ইসরাইলী বাহিনীর হামলায় প্রায় ৬৫ হাজারের বেশী মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে। এর মধ্যে বিশ হাজার শিশু রয়েছে। দেড় লাখের উপর মানুষ আহত হয়েছে, তেইশ হাজারের উপর গাজাবাসী বাস্তুহারা, গাজার আশি শতাংশ স্থাপনা ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। এরূপ পরিস্থিতিতে জাতিসংঘের ১৯৩ টি সাধারণ সদস্য দেশের মধ্যে ১৫৭ টি দেশ গাজায় মানবাধিকার লংঘনের জন্য উদ্বেগ জানিয়েছেন এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছেন। তারপরও ইসরাইলী বাহিনীর হামলা চলমান রয়েছে। বক্তারা অবিলম্বে জাতিসংঘের প্রতি ইসরাইলী বাহিনীর হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে হত্যাযজ্ঞ বন্ধের দাবী জানান। পাশাপাশি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে জাতিসংঘকে মানবাধিকার রক্ষার্থে নিজের অবস্থান স্পষ্ট করার জন্য জোর দাবী জানানো হয়।