শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংঘর্ষে হত্যার ঘটনায় ১৩৫ জনের বিরুদ্ধে মামলা লস্করপুরে বালু বোঝাই ড্রাম্পার ট্রাক থেকে বিদেশী মদ উদ্ধার ॥ আটক ২ নবীগঞ্জে ওয়ারিশান বিহীন বিক্রেতা সাজিয়ে জাল দলিল নবীগঞ্জে ফারুক হত্যাকাণ্ডের ঘটনায় ১৩৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের বানিয়াচঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত সাইবার মামলা প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ শহরে তারেক নামের এক প্রতারকের বিরুদ্ধে মামলা শায়েস্তাগঞ্জ স্টেশনে কিশোরী ধর্ষণের ঘটনা নিয়ে তোলপাড় ৪ জনের বিরুদ্ধে মামলা শাহ সুলেমান ফতেহগাজী জামে মসজিদে জুমার খুৎবায় আতিকুল ইসলাম সত্য সব সময় মজবুত হয় শহরের বাণিজ্যিক এলাকার এক ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ সদর থানার অভিযানে ৩ পলাতক আসামি গ্রেফতার

বাহুবলে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের মানববন্ধন

  • আপডেট টাইম সোমবার, ৮ আগস্ট, ২০১৬
  • ৩৪৯ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল রোববার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত হবিগঞ্জ কওমী মাদরাসা শিক্ষাবোর্ডের আহ্বানে উপজেলার বিভিন্ন স্থানে কওমী মাদরাসা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় বিভিন্ন মাদ্রাসায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলা সদরস্থ মৌচাক পয়েন্টে স্থানীয় কাসিমুল উলুম মাদরাসার শিক্ষার্থীরা মানববন্ধনে মিলিত হয়। পরে তারা জঙ্গীবাদ বিরোধী মিছিল ও পথ সভা করে। পথসভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মাওলানা মুনির উদ্দিন, মাওলানা আব্দুল বারী আনসারী, মাওলানা আজিজুর রহমান মানিক ও মাওলানা আব্দুল কাইয়ূম জাকী প্রমুখ। একই সময় উপজেলার চলিতাতলা, ডুবাঐ বাজার, পুটিজুরী বাজার, মিরপুর বাজার, রশিদপুর বাজার ও দ্বিগাম্বর বাজারসহ বিভিন্ন স্থানে কওমী মাদরাসা শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করে।
এদিকে, একই দিন সকাল ১১টার দিকে উপজেলা সদরের দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন-এর শিক্ষার্থীরাও মানববন্ধন করে। এ কর্মসূচিতে অন্যান্যের মাঝে অংশগ্রহণ করেন বাহুবল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুন নূর মানিক, সাতকাপন ইউপি’ সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রেজ্জাক, উপজেলা যুবলীগের সভাপতি ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য অলিউর রহমান অলি, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com