শনিবার, ২৪ মে ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন

নছরতপুর সড়কে গাছ ফেলে গণ-ডাকাতি নগদ টাকা, মোবাইলসহ ৬ লক্ষাধিক টাকার মাল লুট

  • আপডেট টাইম রবিবার, ১২ জানুয়ারী, ২০১৪
  • ৪৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-নসরতপুর আঞ্চলিক সড়কের শরীফাবাদ এলাকায় রাস্তায় গাছ ফেলে যানবাহন আটকিয়ে গণ-ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ ৪ লাখ টাকাসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতের প্রহারে ৩ জন আহত হয়েছে। জানা যায়, শুক্রবার দিনগত রাত ৩টার দিকে ১০/১৫ জনের একদল ডাকাত শরীফাবাদ এলাকায় রাস্তায় গাছ ফেলে ব্যরিকেট সৃষ্টি করে। এ সময় ডাকাতরা পর্যায়ক্রমে ২টি সিএনজি চালিত অটোরিকশা, ২টি ট্রাক ও একটি মাইক্রোবাস আটক করে। ডাকাতরা যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি ও মারধোর করে নগদ ৪ লাখ টাকা, ২০/২৫টি মোবাইল ফোনসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল হাতিয়ে নেয়। এ সময় ডাকাতের প্রহারে বানিয়াচং উপজেলা সদরের নন্দীপাড়া এলাকার মাছ ব্যবসায়ী আনোয়ার মিয়া (৩৮), এরশাদ মিয়া (২৫) ও অটোরিক্সা চালক খেলু মিয়া (২৭) আহত হন। ডাকাতি শেষে ডাকাতরা পার্শ্ববর্তী ধানক্ষেত দিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। হবিগঞ্জ সদর থানার এসআই রাশিদুল ইসলাম জানান- ডাকাতদের আটকে পুলিশের অভিযান চলছে। প্রসঙ্গত, গত ২৫ ডিসেম্বর রাতেও ওই এলাকায় দুর্ধর্ষ গণ-ডাকাতি সংগঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com