শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ ॥ নবীগঞ্জের ইছমত প্রতিপক্ষকে ফাঁসাতে নানা অপকৌশল করছে

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬
  • ৪১২ বা পড়া হয়েছে
HITACHI Digital Camera

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ ৮নং সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পরাজিত মেম্বার বিল্লাল মিয়া অভিযোগ করেন, একই গ্রামের পরাজিত মেম্বার ইছমত আলী তাদের হয়রানী করতে বিভিন্ন অপকৌশল করে যাচ্ছেন। গতকাল বিকালে হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে বিল্লাল মিয়া বলেন, গত ২৮ মে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবীগঞ্জের ৮নং সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। একই ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেন একই গ্রামের রঙ্গিলা মিয়ার পুত্র ইছমত মিয়া। নির্বাচনে তারা দু’জনই পরাজিত হন। নির্বাচনের পরবর্তী ৭ জুন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইছমতের লোকজন বিল্লাল মিয়ার লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। এতে ১০/১২ জন লোক আহত হয়। এ সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষে মামলা মোকদ্দমা হয়।
এ ঘটনার পর পরই গত ১০ জুন শুক্রবার ইছমত মিয়ার তার আপন বোন আকলি বেগমের জন্ম নেওয়া মৃত সন্তানকে বিল্লাল মিয়ার লোকজন কর্তৃক হামলা ও মারপিটের কারণে মৃত্যু হয়েছে বলে নবীগঞ্জ থানায় অভিযোগ করে। কিন্তু পুলিশের প্রাথমিক তদন্তেই ঘটনার সত্যতা না পাওয়ায় বিল্লাল মিয়ার পক্ষের লোকজন ওই হয়রানী মূলক মামলা থেকে রক্ষা পায়।
শুধু তাই নয় অভিযোগ করা হয়, ইছমত মিয়া মেম্বার থাকা অবস্থায় হিন্দু সম্প্রদায়ের অর্পিত সম্পত্তি জোরপূর্বক দখল ও আত্মসাত করে। মেম্বার ইছমত তার আপন ভাই সাইদুর মিয়াকে দিয়ে একটি বাহিনী গঠন করে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছেন। তাদের ভয়ে এলাকার নিরীহ শান্তিপ্রিয় লোকজন আতংকগ্রস্থ।
বিল্লাল মিয়া সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করেন, মেম্বার ইছমত মিয়া ভবিষ্যতে বিল্লাল মিয়ার পক্ষের লোকজনকে হয়রানীর করার লক্ষ্যে নানা অপকৌশল অবলম্বন করছেন। অভিযোগকারী বিল্লাল এ ব্যাপারে সিভিল সার্জন, পুলিশ প্রশাসনসহ সকল শান্তিকামী মানুষের কাছে সহযোগীতা কামনা করেন এবং জান মালের নিরাপত্তা বিধানের জন্য প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com