প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম বলেছেন, আগামী ৪ জুন নির্বাচনে বাহুবল উপজেলা ৭টি ইউনিয়নের জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে বিজয়ী করতে হবে। যুবলীগের যে সকল নেতা কর্মী দলীয় সিদ্ধান্তের বিরোধিতা করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সাথে বিভিন্ন ইউনিয়নে যুবলীগের মনোনয়ন প্রত্যাশীদের যোগ্যতার ভিত্তিতে মুল্যায়ন করার জন্য আওয়ামীলীগের প্রতি আহ্বান জানান তিনি।
গতকাল শনিবার বাহুবল উপজেলা যুবলীগ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। বাহুবল উপজেলা মিলনায়নে উপজেলা যুবলীগ সভাপতি অলিউর রহমান অলির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ তারা মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর নুর মালিক, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, নবীগঞ্জ উপজেলা সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও যুবলীগ আহ্বায়ক ফজলুল হক চৌধুরী সেলিম। বক্তব্য রাখেন জেলা যুবলীগ নেতা মোতাহের হোসেন রিজু, ফেরদৌস আহমেদ, ইঞ্জিনিয়ার ওয়াহিদুজ্জামান বাবুল, আব্দুল জলিল, সৈয়দ মিল্লাদ, আলাউর রহমান শাহেদ, সবুজ মিয়া, বিলাত আলী, মোশাহিদ আলী, সাইফুল ইসলাম জুয়েল, হারুন মিয়া, মনির খান, ফজলে এলাহী লুলু, ইমরান আহমেদ, শামীনুল হক শামীম, রেজাউল কবির, পিষুস চন্দ্র শিল, আফজাল আহমেদ, ফারুক আহমেদ, ফজলুর রহমান, সাইফুল ইসলাম, কাজী মোশাহিদ, শামীম মিয়া, লিটন মিয়া, শামছু মিয়া, আব্দুর রহমান, আইয়ুব আলী, আব্দুল আলী, শেখ জুবেদ প্রমূখ। কর্মী সভায় ফারুক মিয়া ও আব্দুল হাইর নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী অতিথিবৃন্দের হাতে ফুল দিয়ে যুবলীগে যোগদান করে।