স্টাফ রিপোর্টার ॥ সাংবাদিক মিলন রশীদ সময় টেলিভিশনের হবিগঞ্জ জেলা প্রতিনিধির পদ থেকে অব্যহতি নিয়েছেন। গত ২১ ফেব্র“য়ারী “সময়” কর্তৃপক্ষ বরাবরে তিনি শারীরিক অসুস্থাসহ বিভিন্ন কারণ দেখিয়ে অব্যাহতি পত্র প্রেরণ করেন। এরই প্রেক্ষিতে গতকাল কর্তৃপক্ষ অব্যাহতি পত্র গ্রহণ করেন।
বিগত ৫ বছর তিনি দায়িত্ব পালনকালীন সময়ে জেলায় কর্মরত ইলেকট্রনিক্স, প্রিন্ট মিডিয়া ও প্রশাসনসহ সকলের অব্যাহত সহযোগিতা পাওয়ায় তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।