মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে দিন মজুরের ১ মাসের বিদ্যুৎ বিলে ১ লাখ ৬৭ হাজার টাকা মাধবপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ৪ নারী আটক বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে জাতীয় কমিটির সদস্য হলেন জিকে গউছ হবিগঞ্জে জাতীয় মৎস সপ্তাহ পালিত মুক্তিযোদ্ধা সংসদ হবিগঞ্জ জেলা ইউনিট কমান্ড এর আহবায়ক কমিটি অনুমোদিত গোলাম মোস্তফা রফিক আহবায়ক ও হুমায়ুন কবির সদস্য সচিব নবীগঞ্জ জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন শহরে বিদ্যুতের মোটরসহ আটক ১ নবীগঞ্জে গৃহবধুর আত্মহত্যা হবিগঞ্জ সদর হাসপাতালে দুদকের অভিযান স্কটিশ পার্লামেন্ট নির্বাচনে এডিনবরা নর্দান আসনে লেবার পার্টির প্রার্থী নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের কৃতিসন্তান ফয়ছল চৌধুরী

ইমামবাড়ী ও গন্ধা মাদরাসায় আল­ামা আব্দুল কাইয়ুম জালালাবাদীকে সংবর্ধনা

  • আপডেট টাইম শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৬৫২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামায়াত সংরক্ষণ পরিষদ ইমামবাড়ী আঞ্চলিক শাখা কর্তৃক  মুসলিম সমাজ কল্যাণ সংস্থা বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আমেরিকা প্রবাসী আল­ামা আব্দুল কাইয়ুম জালালাবাদীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামায়াত সংরক্ষণ পরিষদ ইমামবাড়ী আঞ্চলিক শাখার সভাপতি মাওঃ আব্দুস শহীদের সভাপতিত্বে ও মাওঃ মনিরুজ্জামানের পরিচালনায় ইমামবাড়ী মাদরাসায় গতকাল আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুসলিম সমাজ কল্যাণ সংস্থা বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওঃ আব্দুল কাদির হোসাইনী, মাওঃ হোসাইন আহমদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রভাষক মোহাম্মদ আলাউর রহমান, মুসলিম সমাজ কল্যাণ সংস্থার নবীগঞ্জ উপজেলা সভাপতি মাওঃ শায়খ আব্দুল বাছিত, বানিয়াচং উপজেলা সাধারণ সম্পাদক মাওঃ আব্দুর রহমান, সংস্থার অর্থ সম্পাদক মাস্টার শফিকুর রহমান চৌধুরী, মাওঃ শায়খ মকছুদুল আলম, মাওঃ নজরুল ইসলাম, মাওঃ জালাল উদ্দিন জালালী, মাওঃ শায়খ শাহ সালেহ আহমদ, হাজী মোঃ খলিলুর রহমান, মাওঃ মায়াজ আহমদ, মাওঃ লুৎফুর রহমান দেওবন্দী, মাওঃ আক্তার হোসেন,  মাওঃ রশিদ আহমদ খান, মৌলভী আব্দুল কাইয়ুম, মাওঃ সালেহ আহমদ প্রমুখ। কোরান তেলাওয়াত করেন হাফেজ মোশাহীদ আলী।
অনুষ্ঠানে সংবর্ধিত আল­ামা আব্দুল কাইয়ুম জালালাবাদী বলেন, আমরা আল­াহর সন্তোষ্টি অর্জনের জন্য মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। কিছু পাওয়ার আশায় নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে ইসলামের প্রচার ও প্রসার আর মানবতার কল্যাণ। আমরা আমাদের লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছি। তিনি মুসলিম সমাজ কল্যাণ সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।
Alaur Rahman 12সভায় বক্তারা বলেছেন, সমাজে যারা ভালো কাজ করতে চান তাদেরকে মূল্যায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। কারণ যে সমাজে গুণীজনের কদর নেই সে সমাজে গুণীজনের জন্ম হয় না। মুসলিম সমাজ কল্যাণ সংস্থা বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল­ামা আব্দুল কাইয়ুম জালালাবাদী মুসলিম সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে সমাজের উন্নয়নে যেভাবে কাজ করে যাচ্ছেন তাতে সমাজ উপকৃত হচ্ছে। তার মহতি কর্মকান্ডের মূল্যায়নে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। তাকে উৎসাহিত ও অনুপ্রাণিত করলে তিনি সমাজ সেবায় আরো কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
অপর দিকে, নবীগঞ্জ পৌর এলাকার জামেয়া মাদানীয়া গন্ধা-মিলি­ক মাদরাসার উদ্যোগে গত ৩০ জানুয়ারী আল­ামা জালালাবাদীকে অনুরুপ এক সংবর্ধনা দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন মাদরাসা কমিটির সভাপতি মাওঃ মোঃ ইসমাইল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com