প্রেস বিজ্ঞপ্তি \ নবীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে আজ বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকা হইতে রাত ৮ ঘটিকা পর্যন্ত সীরাতুন্নবী (সা:) মহা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে শুভাগমণ করবেন শায়খূল আরব ওয়াল আজম কুতুবুল আলম আওলাদে রাসূল (সাঃ) সায়্যিদ হুসাইন আহমদ মাদানী (রহঃ) এর সুযোগ্য সাহেবজাদা আলামা সায়্যিদ আসজাদ আল-মাদানী দাঃ বাঃ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলামা মুফতী শিহাব উদ্দিন সাহেব দেওবন্দ, ভারত। এতে সভাপতিত্ব করিবেন খলীফায়ে মাদানী আলামা আব্দুল মুমিন সাহেব শায়খে পুরাণগাঁও। উক্ত সীরাতুন্নবী মহা সম্মেলন সফল ও সার্থক করার লক্ষ্যে কাজী মাও. হারুনুর রশীদ এর সভাপতিত্বে গতকাল মঙ্গলবার বাদ জোহর নবীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, দরগাহ জামে মসজিদের ইমাম হাফেজ মাও. আসজাদ হুসাইন, হাজী ফরিদ উলা। উক্ত সভায় নিম্নের সদস্যবৃন্দদের নিয়ে ইন্তেজামিয়া কমিটি গঠন করা হয়। সভাপতি, আলামা আব্দুল মুমিন সাহেব, শায়খে পুরাণগাঁও, সহ-সভাপতি, শায়খ আব্দুল মান্নান, কাজী মাও. হারুনুর রশীদ চৌধুরী, শায়খ মাও. ইসমাইল আহমদ, শায়খ মাও. আব্দুল বাছিত, মাও. আব্দুল মালিক, মাও. আব্দুল কাদির হুসাইনী, মাও. রুহুল আমীন, মাও. মুহিবুর রহমান, মাও. আব্দুল মজিদ, মাও. জোবায়ের আহমদ, সদস্যসচিব হাফেজ খালেদ সাইফুলা খান, যুগ্ম সচিব হাফেজ মাও. আব্দুলাহ নেজামী, মাও. আব্দুর রকীব হক্কানী, মুফতী সিদ্দিকুর রহমান, হাফেজ নাজমুল হুদা, মুফতী ফয়ছল তালুকদার, সদস্য মাও. আব্দুল বাছির, মাও. শাহ আলম, মাও. আবু ইউসুফ চৌধুরী, তৌহিদুল ইসলাম চৌধুরী, শায়খ আব্দুল কাইয়ুম, মাও. ওয়াজিদ আলী, মাও. মুশাহিদ আলী, মাও. হিফজুর রহমান, মাও. আব্দুলাহ, হাফেজ নুরুল হক, মোঃ আব্দুল মন্নান প্রমুখ।