বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৯:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই ॥ অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হুরগাও গ্রামে হারুন হত্যাকাণ্ড ॥ ৭ জনের ফাঁসি ও ১০ জনের যাবজ্জীবন গ্রিসে প্রবেশের সময় সীমান্তে নবীগঞ্জের এক যুবকের মৃত্যু নির্বাচন কমিশনকে স্বাধীন করে দেওয়া হয়েছে-এমপি আবু জাহির শায়েস্তাগঞ্জে স্কুলছাত্র হত্যা মামলায় সিলেটের আদালতে ৩ জনের মৃত্যুদণ্ড জেলা পরিষদ চেয়ারম্যানকে লাখাই সরকারি কলেজের ফুলেল শুভেচ্ছা মহাসড়কের বাহুবলে পিকআপ-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত ॥ আহত ১০ বানিয়াচঙ্গে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ॥ বাবার মত মানুষের সেবা করে যেতে চাই-এমপি রুয়েল গ্রিসে বাংলা বর্ষবরণ উৎসবে বাঙালি সাজে বিদেশিরা লাখাইয়ে ইয়াবা ও টাকাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

নবীগঞ্জে অধ্যাপক তোফজ্জল ইসলাম চৌধুরী \ যারা বেঈমানী করেছে তাদের চিহ্নিত করে আ’লীগকে ঢেলে সাজাতে হবে

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬
  • ৩৭১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ পৌরসভার বিদায়ী মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী উপস্থিত কর্মী ও সমর্থকদের কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, নির্বাচনে আমার পরাজয় হয়নি। পরাজিত হয়েছে বঙ্গবন্ধুর আদর্শের প্রতীক নৌকার। বঙ্গবন্ধুর আদর্শের সাথে যারা বেঈমানী করেছে তাদের চিহ্নিত করে আওয়ামীলীগকে ঢেলে সাজাতে হবে। যাতে করে আগামী নির্বাচনগুলাতে নৌকার পরাজয় না ঘটে। তিনি আমৃত্যু আওয়ামীলীগ পরিবারের সদস্য হিসাবে নৌকার পক্ষে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি গত রবিবার বিকালে নির্বাচন পরবর্তী এক কর্মী সভায় বক্তৃতাকালে উপরোক্ত কথা বলেন। মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীর আহŸানে গতকাল রবিবার বিকালে চরগাঁওস্থ তার বাসভবনে এক কর্মীসভা অনুষ্টিত হয়। নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি হাজ্বী মোজাহিদ আহমদের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌরসভা নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহŸায়ক সুখেন্দু রায় বাবুল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রবীন্দ্র কুমার পাল রবি, হরে কৃষ্ণ চক্রবর্তী, আব্দুল কাদির, বিধান ধর, মুহিবুর রহমান চৌধুরী, নির্মলেন্দু দাশ রানা, আব্দুস ছালাম, মহিবুর রহমান আকল, আমিনুল হক, ওহি চৌধুরী, গৌতম কুমার রায়, হাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, হারুন মেম্বার, তমিমুল ইসলাম চৌধুুরী তমিম, শেখ মোঃ ছাদ উল­াহ, দূর্গা চরন দাশ, শওকত আলী শিকদার, গেদু মিয়া চৌধুরী, বিধু ভুষন গোপ, এহিয়া চৌধুরী, আব্দুল হামিদ, গুলজার মিয়া, শেখ শাহনুর আলম ছানু, প্রমথ চক্রবর্তী বেনু, সৈয়দ টিপু সুলতান, অঞ্জন পুরকায়স্থ, গৌর মনি সরকার, ওহিদ মিয়া, তালেব আলী, প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, বাবুল দাশ, ডাঃ অমলেন্দু সূত্রধর, গৌতম পুরকায়স্থ, রিন্টু চক্রবর্তী, শৈলেশ দত্ত, মিরাজ মিয়া, তাহিদ মিয়া, ফয়জুর রহমান, মইনুল ইসলাম চৌধুরী, শুকুর  মিয়া, মামদ মিয়া চৌধুরী, ইসরাইল মিয়া চৌধুরী, আবু শ্যামা চৌধুরী, গিয়াস উদ্দিন মিন্টু, রেজা আহমদ চৌধুরী, উজ্জ্বল সরদার, ইকবাল আহমদ বেলাল, পিযুষ দাশ পিতু, অরুন সরকার, কিরন সরকার ইয়ামিন চৌধুরী, আরজান মিয়া, আবু সালেহ জীবন, সাইদুর রহমান, মাহবুবুর রহমান রাজু, আষ্টব, ইমরান, তারেক, বাবুল দেব, তাজু মিয়া, বাচ্চুু মিয়া চৌধুরী, আব্দুল আমিন, সিজলু চৌধুরী, আরজান মিয়া প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com