মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৭:৩৮ পূর্বাহ্ন

নবীগঞ্জে ১৩৯ জেএসসি পরীক্ষার্থী অনুপস্থিত

  • আপডেট টাইম সোমবার, ২ নভেম্বর, ২০১৫
  • ৪১৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ গতকাল রবিবার জেএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্র শান্তিপুর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। এবারের পরীক্ষায় নবীগঞ্জ উপজেলার ৫ হাজার ৫৩ জন পরীক্ষার্থী রয়েছে। ৬টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত পরীক্ষায় বাংলা প্রথম পত্রের দিনে উপস্থিত ছিলেন ৪ হাজার ৯১৪ জন। ১৩৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। ভোকেশনাল কেন্দ্রে ৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬ জন উপস্থিত ছিলেন। বাকী ৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেনি। পরীক্ষা চলাকালে নবীগঞ্জ জেকে হাইস্কুল, হোমল্যান্ড আইডিয়াল স্কুল, হিরা মিয়া গাল্স স্কুল, আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় ও ইনাতগঞ্জ কেন্দ্র গুলো পরিদর্শন করেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ, সহকারী কমিশনার (ভুমি) মোঃ আনোয়ার হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার সাদেক হোসেন, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এটিএম সালাম, সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, দৈনিক সময় পত্রিকার বার্তা সম্পাদক সেলিম তালুকদার, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুস ছালাম, হোমল্যান্ড স্কুলের অধ্যক্ষ তাপস চন্দ্র আচার্য্য, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ কুমার বিশ্বাস ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার শাহানাজ ইসলাম প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com