শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংঘর্ষে হত্যার ঘটনায় ১৩৫ জনের বিরুদ্ধে মামলা লস্করপুরে বালু বোঝাই ড্রাম্পার ট্রাক থেকে বিদেশী মদ উদ্ধার ॥ আটক ২ নবীগঞ্জে ওয়ারিশান বিহীন বিক্রেতা সাজিয়ে জাল দলিল নবীগঞ্জে ফারুক হত্যাকাণ্ডের ঘটনায় ১৩৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের বানিয়াচঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত সাইবার মামলা প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ শহরে তারেক নামের এক প্রতারকের বিরুদ্ধে মামলা শায়েস্তাগঞ্জ স্টেশনে কিশোরী ধর্ষণের ঘটনা নিয়ে তোলপাড় ৪ জনের বিরুদ্ধে মামলা শাহ সুলেমান ফতেহগাজী জামে মসজিদে জুমার খুৎবায় আতিকুল ইসলাম সত্য সব সময় মজবুত হয় শহরের বাণিজ্যিক এলাকার এক ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ সদর থানার অভিযানে ৩ পলাতক আসামি গ্রেফতার

নবীগঞ্জ উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর কাউন্সিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫
  • ৪০৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল সোমবার বিকাল ৩ টার দিকে নবীগঞ্জ পৌরসভার ওসমানী রোডস্থ ওস্তার উল্লা অটো রাইস মিল প্রাঙ্গণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ নবীগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রউফ এর সভাপতিত্বে উক্ত কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি খায়রুল মনসুর চৌধুরী মজনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাসদের সাধারণ সম্পাদক এডঃ তাজউদ্দিন সুফি, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল।
বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা জাসদ নেতা তোতা মিয়া চৌধুরী, জেলা যুবজোট সভাপতি ও জেলা জাসদ নেতা শাহ মোঃ আব্দুল কাইয়ুম, এডঃ জসীম উদ্দিন, নবীগঞ্জ উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মোঃ মর্তুজা মিয়া, সহ-সভাপতি নজাফত আলী, উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম সামছু, আবুল কাশেম, হাবিবুর রহমান কচি, শাহ ফরিদুল ইসলাম ফরিদ, সালাউদ্দিন চৌধুরী চাঁদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বশির। কাউন্সিল অধিবেশনে আরও উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা জাসদের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, হবিগঞ্জ পৌর জাসদের সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী সাম্মু, পৌর জাসদের সহ-সভাপতি স্বপন দেব উজ্জ্বল, পৌর জাসদ সদস্য বিশ্বজিত পুরকায়স্থ মিঠু। কাউন্সিল অধিবেশন পরিচালনা করেন মোঃ ওয়াহেদুজ্জামান মাসুদ।
কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রউফকে সভাপতি, মোঃ ওয়াহেদুজ্জামান মাসুদকে সাধারণ সম্পাদক ও মোঃ তাজুল ইসলাম সামছুকে সাংগঠনিক সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট জাসদ নবীগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।
সভায় বক্তাগণ যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করতে, আগুন সন্ত্রাসী ও জঙ্গীদের দমন করতে ১৪ দলীয় ঐক্যজোটের ঐক্য সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন এবং আগামী প্রত্যেকটি স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে জাসদ প্রার্থীদের নির্বাচন করার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com