বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত ॥ বিশাল ব্যবধানে ইকবাল খান চেয়ারম্যান নির্বাচিত ॥ আশরাফ খান ও জাহানারা ভাইস চেয়ারম্যান নির্বাচিত আজমিরীগঞ্জে শান্তিপূর্নভাবে নির্বাচন অনুষ্ঠিত ॥ আলাউদ্দিন মিয়া উপজেলা চেয়ারম্যান নির্বাচিত ॥ মিলোয়ার হোসেন ও রেফা আক্তার ভাইস চেয়ারম্যান নির্বাচিত শায়েস্তাগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ কোম্পানীর শ্রমিক নিহত নবীগঞ্জে ভাইস চেয়ারম্যান প্রার্থী গতি গোবিন্দ শহীদ পরিবারের সন্তান নন বলে অভিযোগ ॥ আমার দাদা, বাবা, ভাই মুক্তিযুদ্ধের সময় মারা যান-গতি গোবিন্দ জগন্নাথপুরে চুরি যাওয়া ৩টি টমটম নবীগঞ্জ থেকে উদ্ধার ॥ গ্রেফতার ৪ শায়েস্তানগর থেকে টমটম চুরির চেষ্টা ॥ আটক ২ হবিগঞ্জ রেড ক্রিসেন্টের বিশ্ব রেড ক্রস রেডক্রিসেন্ট দিবস উদযাপন নবীগঞ্জের হারভেস্টার নেত্রকোনায় ২৪ ঘন্টার মধ্যে ফেরত আনার নির্দেশ চুনারুঘাট সাতছড়ি জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটি গঠন নবীগঞ্জে অভিনব কায়দায় বিনামুল্যে প্রাপ্ত সেচ মেশিন বিক্রি

চুনারুঘাটের দারোগা জাহিদের বিরুদ্ধে আরো দু’টি মামলা

  • আপডেট টাইম বুধবার, ৭ অক্টোবর, ২০১৫
  • ৪০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের বিতর্কিত দারোগা জাহিদের বিরুদ্ধে আরো দু’টি মামলা দায়ের করা হয়েছে। একটি মামলায় সমনজারী ও অপর মামলা তদন্তপূর্বক প্রতিবেদন দেয়ার জন্য সহকারি পুলিশ সুপারকে বলা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সামশাদ বেগম এ আদেশ প্রদান করেন। বাদিপক্ষে মামলা দায়ের করেন এডভোকেট কামরুল ইসলাম চৌধুরী। মামলার বিবরণে জানা যায়, চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের পাঁচগতিয়া গ্রামের সামসুর রহমানকে চুনারুঘাট থানার আলোচিত দারোগা আবু আব্দুল্লাহ জাহিদ গত বছরের ১১ ডিসেম্বর সন্ধ্যায় বাদির বাড়িতে গিয়ে তাকে ও তার ভাই আব্দুস সহিদকে কোন অভিযোগ ছাড়াই জোরপূর্বক ধরে নিয়ে যাবার চেষ্টা চালায়। এসময় তারা যেতে না চাইলে দারোগার সাথে থাকা পিস্তল তাদের মাথায় ঠেকিয়ে জোরপূর্বক গাড়িতে তুলে সহিদকে থানায় নিয়ে আটকে রাখে এবং অলিখিত দুইটি স্ট্যাম্পে স্বাক্ষর দেবার জন্য চাপ দেয়। এতে সে অপরাগতা প্রকাশ করলে বেআইনীভাবে মারধর করে এবং মামলায় জড়িয়ে দেয়ার হুমকি প্রদান করে। এক পর্যায়ে সে বাধ্য হয়ে স্বাক্ষর প্রদান করে। পরে মোটা অংকের উৎকোচ নিয়ে তাকে ছেড়ে দেয়। এ ঘটনায় গত ১৮ ফেব্র“য়ারি মামলা দায়ের করলে তদন্তের জন্য প্রেরণ করা হয়। তদন্ত শেষে সত্য রিপোর্ট আসায় জাহিদের বিরুদ্ধে সমন ইস্যু হয়। কিন্তু এরপরও জাহিদ গতকাল আদালতে হাজির না হওয়ায় পুনরায় তার বিরুদ্ধে সমন জারি করা হয়।
অপরদিকে একই উপজেলার গণেশপুর গ্রামে রুস্তম আলীর স্ত্রী লাবণী আক্তারকে মারপিট করে শ্লীলতাহানির চেষ্টা করলে রুস্তম আলী বাদি হয়ে একই আদালতে মামলা করলে আদালত সহকারি পুলিশ সুপারকে প্রতিবেদন দেয়ার নির্দেশ প্রদান করেন।
উল্লেখ্য, গত ৪ অক্টোবর দুপুর সাড়ে ১২টার সময় আদালতের এজলাসের দরজা থেকে জোরপুর্বক আসামিকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় তার বিরুদ্ধে আদালত অবমাননার দায়ের আসামির নিয়োজিত আইনজীবি আবু সাঈদ বাদি হয়ে আরেকটি মামলা করেন এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম রেশমা খাতুন ওই দারোগাকে আদালত অবমাননার দায়ে কারণ দর্শানোর নির্দেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com