শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংঘর্ষে হত্যার ঘটনায় ১৩৫ জনের বিরুদ্ধে মামলা লস্করপুরে বালু বোঝাই ড্রাম্পার ট্রাক থেকে বিদেশী মদ উদ্ধার ॥ আটক ২ নবীগঞ্জে ওয়ারিশান বিহীন বিক্রেতা সাজিয়ে জাল দলিল নবীগঞ্জে ফারুক হত্যাকাণ্ডের ঘটনায় ১৩৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের বানিয়াচঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত সাইবার মামলা প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ শহরে তারেক নামের এক প্রতারকের বিরুদ্ধে মামলা শায়েস্তাগঞ্জ স্টেশনে কিশোরী ধর্ষণের ঘটনা নিয়ে তোলপাড় ৪ জনের বিরুদ্ধে মামলা শাহ সুলেমান ফতেহগাজী জামে মসজিদে জুমার খুৎবায় আতিকুল ইসলাম সত্য সব সময় মজবুত হয় শহরের বাণিজ্যিক এলাকার এক ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ সদর থানার অভিযানে ৩ পলাতক আসামি গ্রেফতার

নবীগঞ্জ পৌরসভায় সড়ক বাতির উদ্বোধন

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ জুলাই, ২০১৫
  • ৩৫৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী বলেছেন, পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের কেলী কানাইপুর, গয়াহরি ও ৫নং ওয়ার্ডের হরিপুর এবং পিরিজপুর অংশে সড়ক বাতির উদ্বোধন করতে পেরে আমার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। তিনি সংশ্লিষ্ট কাউন্সিলরদের সার্বিক সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, পৌরসভার সম্মানিত নাগরিকদের সেবা করার অঙ্গিকার নিয়ে নির্বাচনে এসেছিলাম। মানুষের ভালবাসায় দীর্ঘদিন ধরে মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছি। তিনি নবীগঞ্জ পৌরসভাকে একটি মডেল আধুনিকায়ন পৌরসভা হিসেবে রূপদানের কথা উল্লেখ করে বলেন, ইতিমধ্যে পৌর এলাকায় সড়ক বাতি ছাড়াও ব্যাপক উন্নয়ন সম্পন্ন হয়েছে। আরো কোটি টাকার কাজ টেন্ডার প্রক্রিয়ায় রয়েছে। সকলের সহযোগিতায় অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করারও প্রতিশ্র“তি দেন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড কাউন্সিলর এটিএম সালাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, পল্লী বিদ্যুৎ নবীগঞ্জ জোনাল অফিসের জুনিয়ার ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, পৌরসভার সহকারী প্রকৌশলী সহিদুল ইসলাম, সার্ভেয়ার মুছা আহমদ, মোঃ কদর আলী, কবির মিয়া, বিধু ভুষন গোপ, শীলা পদ দাশ, কৃপেন্দ্র দাশ, ভজন সরকার, কালীপদ গোপ, সঞ্জয় গোপ প্রমুখ। পরে সুইচ টিপে পৌর এলাকার উল্লেখিত ওয়ার্ডের প্রায় ৩২টি সড়ক বাতির উদ্বোধন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com