শনিবার, ১২ জুলাই ২০২৫, ০২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংঘর্ষে হত্যার ঘটনায় ১৩৫ জনের বিরুদ্ধে মামলা লস্করপুরে বালু বোঝাই ড্রাম্পার ট্রাক থেকে বিদেশী মদ উদ্ধার ॥ আটক ২ নবীগঞ্জে ওয়ারিশান বিহীন বিক্রেতা সাজিয়ে জাল দলিল নবীগঞ্জে ফারুক হত্যাকাণ্ডের ঘটনায় ১৩৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের বানিয়াচঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত সাইবার মামলা প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ শহরে তারেক নামের এক প্রতারকের বিরুদ্ধে মামলা শায়েস্তাগঞ্জ স্টেশনে কিশোরী ধর্ষণের ঘটনা নিয়ে তোলপাড় ৪ জনের বিরুদ্ধে মামলা শাহ সুলেমান ফতেহগাজী জামে মসজিদে জুমার খুৎবায় আতিকুল ইসলাম সত্য সব সময় মজবুত হয় শহরের বাণিজ্যিক এলাকার এক ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ সদর থানার অভিযানে ৩ পলাতক আসামি গ্রেফতার

সেহরীর প্রতিটি লোকমার পরিবর্তে আল্লাহ তা’আলা এক বৎসরের এবাদতের ছাওয়াব দান করবেন

  • আপডেট টাইম শনিবার, ২০ জুন, ২০১৫
  • ১০৮৭ বা পড়া হয়েছে

মুফতী এম এ মজিদ
রোযাদারদের জন্য প্রথম দিকে যে কাজটি সামনে আসে তাহল সেহরী। সেহরীর মাধ্যমে রোযার সূচনা হয়। এর উপর প্রত্যেক মুসলমানদের সাম্যক ধারণা থাকা অতীব জরুরী। রাসুল (সাঃ) বলেছেন, তোমরা সেহরী বা শেষ রাত্রে খাদ্য গ্রহণ করবে, কারণ সাহরীর মধ্যে বরকত রয়েছে। রাসুল (সাঃ) বলেছেন, হে ঈমানদারগণ তোমরা সেহরী খাও কেননা সেহরীর প্রতি লোকমার পরিবর্তে আল্লাহ তা’আলা এক বৎসরের এবাদতের ছাওয়াব দান করবেন। নবীজী বলেছেন, তোমরা সেহরী খাও, এ পানাহারের কোন হিসাব হবে না। তোমরা ইহুদীদের বিপরীত কাজ করতে সেহরী খাও। যেহেতু ইহুদীরা সেহরী খায় না। যদিও তারা রোযা রাখে। আর যে সেহরী খেয়ে রোযা রাখবে সে ইহুদীদের সংখ্যানুপাতে ছাওয়াব লাভ করবে। আমাদের দেশে সেহরীকে কেন্দ্র করে অনেকের ভূল সিদ্ধান্ত রয়েছে যেমন, আযান পর্যন্ত সেহরী খাও। গায়ের লোম দেখার পর্যন্ত সেহরী খাও, মোগর ডাক দিলে সেহরী খাও, এসবগুলো হচ্ছে মনগড়া রীতি। সেহরী হচ্ছে নিদিষ্ট সময়ের সাথে সম্পর্কিত সময় শেষ হয়ে গেলে সেহরী খাওয়া বন্ধ করতে হবে। আযানের সাথে সেহরীর কোন সম্পর্ক নাই। আযান হয় ওয়াক্ত হওয়ার পর। ওয়াক্তের পূর্বে আযান দিলে আযান বাতিল হয়ে যায়। মোয়াজ্জীন সাহেব বলা, অতীব জরুরীময়, সেহরী হচ্ছে রোযাদারের ঈমানী দায়িত্ব। স্বীয়কর্ম, অনেক জায়গা মোয়াজ্জিনকে না বলার কারণে দুষি সাব্যস্থ করা হয়। এটা সম্পূর্ণ ভূল। যার মধ্যে জাহান্নামের ভয় রয়েছে। সে কখনো অন্যের ওপর ভরসা করে না। সেহরী খাওয়া সুন্নাত। সামান্য হলেও সেহরী খেয়ে সুন্নাত আদায় করা আমাদের অতীব জরুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com