সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে বখাটেদের উৎপাতে স্কুল ছাত্রীর পড়াশোনায় ব্যাঘাত

  • আপডেট টাইম বুধবার, ২৯ এপ্রিল, ২০১৫
  • ৪৫৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বখাটেদের উৎপাতে অষ্টম শ্রেণীতে পড়ূয়া এক স্কুল ছাত্রীর পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। নবীগঞ্জ গার্লস স্কুল সংলগ্ন রাজাবাদ পয়েন্টে একটি সংঘবদ্ধ বখাটে চক্র স্কুল-কলেজগামী ছাত্রীদের উত্যক্ত করার কারনে অনেক ছাত্রীর অবিভাবকরা পড়াশোনা বন্ধ করার পথও বেছে নিচ্ছেন।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের কসবা মান্দারকান্দি গ্রামের এক মেয়ে নবীগঞ্জ হিরা মিয়া গার্লস স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী দীর্ঘদিন যাবত বেরীগাও তার নানার বাড়ীতে থেকে পড়াশোনা করছিল। চলতি বছর সে নিজ বাড়ী কসবা মান্দারকান্দি থেকে প্রতিদিন স্কুলে আসা যাওয়া করে। বিদ্যালয়ে আসা যাওয়ার পথে নবীগঞ্জ শহরের চৌরাস্তার মোড় রাজাবাদ পয়েন্টে আসলেই কিছু বখাটে যুবক তাকে উত্যক্ত করে আসছে। বিষয়টি সে তার অবিভাবকদেরকে জানালে ছাত্রীর মা নিরূপায় হয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হিরামিয়া গার্লস স্কুলের প্রধান শিক্ষককে বিষয়টি অবহিত করেন। কিন্তু এতে কোন কাজ না হওয়ায় ওই ছাত্রীর পড়াশোনা প্রায় বন্ধ হবার উপক্রম।
উল্লেখ্য, ইতিপুর্বেও শহরের রাজাবাদ পয়েন্ট ও প্রাইমারী স্কুলের সামনে অনেক স্কুল-কলেজ ছাত্রী ইভটিজিংয়ের শিকার হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অবিভাবক মহল প্রশাসনের প্রতি আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com