শনিবার, ২৪ মে ২০২৫, ১০:০৬ অপরাহ্ন

মাধবপুর উপজেলা যুব সংহতি সভাপতি সহ নেতাকর্মিদের হয়রানি জাপার তীব্র নিন্দা

  • আপডেট টাইম রবিবার, ৫ এপ্রিল, ২০১৫
  • ৪৬১ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ মাধবপুর থেকে ॥ মাধবপুরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সংসদ সদস্যের উপস্থিতিতে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী কর্তৃক নির্বাচন কর্মকর্তাকে মারধোর করার ঘটনায় দায়েরী মামলায় উপজেলা যুবসংহতি সভাপতি কাউছার আহমেদকে আসামী করায় এবং জাতীয় পার্টির নেতাকর্মিদের হয়রানি তিব্র নিন্দা জানিয়েছে উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মিরা। নির্বাচন কর্মকর্তাকে মারধোর করার ঘটনায় উপজেলা আওয়ামীলীগ সভাপতিসহ ২০ জনের নাম উল্লেখ করে ৪০/৪৫ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়। মামলায় উপজেলা যুবসংহতি সভাপতি কাউছারকে এজাহার নামিয় আসামি করা হয়। ২৮ মার্চ শনিবার রাতে মামলার সন্দেহজনক হিসেবে পৌর জাতীয় পার্টির নেতা আব্দুর রশিদ (৩২) ও উপজেলা যুবসংহতি সভাপতি কাউছার আহমদ এর ছেলে মোঃ আল-আমিন (২০) কে গ্রেফতার করে আদালতে পাটায় পুলিশ। সোমবার আদালত থেকে জামিন লাভ করে তারা। জাতিয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মিদের মিথ্যা ও হয়রানি মূলক আসামি করা এবং গ্রেফতারের ঘটনায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি কদর আলী মোল্লা ও সাধারন সম্পাদক আক্তার হোসেন মনির ক্ষোব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে জানায় বিষয়টি একান্তই আওয়ামীলীগের অভ্যন্তরিন বিষয় তার পরও নিচুসারির কিছু আওআমীলীগ নেতার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য মামলায় উপজেলা যুবসংহতি সভাপতি কাউছারকে এজাহার নামিয় আসামি করা হয়েছে এবং জাতীয় পার্টির নেতা কর্মিদের হয়রানি মূলক গ্রেফতার করা হয়েছে। উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক রজব আলী এঘটনায় ক্ষোব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। উপজেলা যুবসংহতি সভাপতি কাউছার আহমেদ জানান, ঘটনার সময় জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের কোন নেতাকর্মি ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও ব্যক্তিগত আক্রোশ থেকে আমাদেরকে হয়রানি করা হচ্ছে। জাতীয় পার্টির ও অঙ্গসংগঠনের সর্ব-স্তরের  নেতা কর্মিদের মাজে এঘটনায় ব্যপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। উপজেলা জাতীয় পার্টির সভাপতি কদর আলী মোল্লা জানান, মাঠ পর্যায় থেকে চাপ আসছে কর্মসূচি দিয়ে মাঠে নামার জন্য। তিনি আরো জানান, যে কোন সময় কর্মসুচি নিয়ে মাঠে নামতে পারে জাতীয় পার্টি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com