মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী বৃটিশ সরকারের সাবেক প্রিন্সিপাল পলিসি অফিসার ও যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজ এর নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাতে তার বাড়িতে নিজ মহল্লা পূর্ব তোপখানা, ভাওয়ালীটুলা ও বাগমহল্লাবাসী এ বৈঠকের আয়োজন করেন। এতে দলমত নির্বিশেষে মানুষের ঢল নামে। এলাকার সর্বস্তরের লোকজনের পাশাপাশি আশপাশের মহল্লার বিভিন্ন শ্রেণী পেশার মানুষও ওই বৈঠকে স্বত:স্ফূর্তভাবে উপস্থিত হন। বৈঠকস্থল ছাড়াও আশপাশ এলাকা কানায় কানায় ভরে ওঠে। সভায় দলমত নির্বিশেষে একযোগে ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজকে সমথর্ন দেন এলাকাবাসী। তাদের এলাকার কৃতি সন্তান ড. শাহ্ নেওয়াজ এর বিজয় নিশ্চিত করতে মাঠ পর্যায়ে সর্বাত্বক কাজ করারও অভিমত ব্যক্ত করা হয়।
সাতমহল্লার ছান্দ সর্দার ও বানিয়াচংয়ের বিশিষ্ট মুরুব্বি ইলিয়াছ মিয়ার সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব হারুন মিয়া, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো: জয়নাল আবেদীন, বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মো: গিয়াছ উদ্দিন, বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সভাপতি আব্দুল গণি, সাধারণ সম্পাদক মো: শাহজাহান মিয়া, বিএনপি নেতা ও পঞ্চায়েত ব্যক্তিত্ব আব্দুল হক, উত্তর-পূর্ব ইউপি আওয়ামী লীগ সভাপতি ঈমান উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী লুৎফুর রহমান, জাতীয় পার্টি নেতা ও ব্যবসায়ী সমিতির সদস্য হারুনুর রশিদ, হান্নান মিয়া, আলী আকবর, ইউপি সদস্য আব্দুস শহিদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মনিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন মিলন, জনাব আলী কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন, ছাত্রলীগ নেতা রুবেল মিয়া, জুয়েল মিয়া প্রমূখ। বৈঠকে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন সাংবাদিক মো: আশিকুল ইসলাম।
ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজ তার বক্তৃতায় বলেন, আমি আপনাদের ভালবাসায় অভিভূত। চির ঋণী হয়ে গেলাম। আমি আপনাদের সুখে-দুঃখে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। আজকে যে যাত্রা শুরু হলো।, এ যাত্রার মাধ্যমে আমাদের অবহেলিত বানিয়াচং ও আজমিরীগঞ্জকে আরও অনেক দূর এগিয়ে নেয়ার জন্য কাজ করতে চাই। এশিয়ার বিশ্বের বৃহত্তম গ্রাম বানিয়াচং ও ভাটি অঞ্চল খ্যাত আজমিরীগঞ্জ উপজেলাকে বিশ্ববাসীর কাছে উন্নয়নের মডেল করতে চাই। এলাকাবাসীর বক্তব্যের প্রতিক্রিয়ায় ড. শাহনেওয়াজ বলেন, এলাকাবাসী আমার ডাকে যেভাবে সাড়া দিয়েছেন তার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আগামী সংসদ নির্বাচনে দলীয় মনোয়ন বোর্ড আমাকে আপনাদের সেবায় নিয়োজিত করে সংসদ সদস্য হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ প্রদান করলে আমি আপনাদের সাথে নিয়েই কাজ করবো। যদি মনোনয়ন নাও পাই তারপরও একজন কর্মী হিসেবে আওয়ামীলীগের পক্ষে কাজ করে যাবো। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, প্রবাসে চাকুরীরত অবস্থায় যে কয়টি দিন ছুটি পেয়েছি সেই দিনগুলো আমি আমার পিতৃভুমি বানিয়াচংয়ের মানুষকে সময় দিয়েছি। প্রবাসের সব কিছু ত্যাগ করে আমি আপনাদের সেবায় এগিয়ে এসেছি। বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ এলাকার সার্বিক উন্নয়নকল্পে আমি আপনাদের সহযোগিতা নিয়ে আগামীতে নিজের অবস্থান থেকে আরো কাজ করে যেতে চাই। এজন্য আপনারাদের সকলের দোয়া ও আর্শিবাদ কামনা করছি।