বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

হরতালের ২য় দিনে নবীগঞ্জে ২০ দলীয় জোটের বিক্ষোভ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৩৪৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ৭২ ঘন্টা হরতালের ২য় দিনে নবীগঞ্জে ২০ দলীয় জোটের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এক পথসভায়  মিলিত হয়। কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর যুবদলের সংগ্রামী আহবায়ক আব্দুল বাকির চৌধুরী এমরানের সভাপতিত্বে ও থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান জুয়েলের পরিচালনায় উক্ত পথসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর যুবরাজ গোপ। বক্তব্য রাখেন মৎসজীবি দলের সভাপতি সাহেব আলী, জামায়াত নেতা মিজানুর রহমান চৌধুরী, থানা যুবদলের সহ-সভাপতি আব্দুর রকিব, পৌর যুবদলের সাবেক আহবায়ক সাহেদুল ইসলাম চৌধুরী রিপন, থানা ছাত্রদলের আহবায়ক হারুনুর রশিদ হারুন, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান চৌধুরী, থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক জিতু মিয়া সেন্টু, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাজির আহমদ চৌধুরী, থানা ছাত্রদলের বিপ্লবী যুগ্ম আহবায়ক আবুল কালাম মিঠু, আক্তার উদ্দিন, শাহীন মিয়া চৌধুরী, সুমন চৌধুরী, জামাল আহেমদ, দেলোয়ার হোসেন, শাহীন মিয়া, রাজু মিয়া, লিমন, জাবেদ চৌধুরী, আনসার মিয়া, সানু মিয়া, সমুজ মিয়া, হারুন মিয়া, ছালেহ, শেখ সেজু মিয়া, জাবেদ চৌধুরী, হিলাল মিয়া, আলীনুর মিয়া, সমছু মিয়া, শেখ কামাল, হিলাল মিয়া, সৌরভ মিয়া, সাবেল মিয়া, অয়েছ চৌধুরী প্রমুখ। সভাপতির বক্তব্যে আব্দুল বাকির চৌধুরী এমরান বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী, গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়ার কার্যালয়ে খাদ্য সরবরাহ বন্ধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি আরো বলেন, অবিলম্বে খাদ্য সরবরাহ করতে হবে এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্ব¡াবধায়ক সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তরসহ সকল রাজবন্দিদের উপর মিথ্যা মামলা প্রত্যহার ও নিঃশর্ত মুক্তি দিতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com