মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক ফেসবুকে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা ॥ যুবক গ্রেপ্তার নবীগঞ্জে পশু কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিনামূল্যে আড়াই কোটি টাকার সার-বীজ বিনামূল্যে বিতরণ নবীগঞ্জের কায়স্থ গ্রামে রাস্তা দখলের চেষ্টার অভিযোগ নবীগঞ্জে ঝন্টু রায়ের পিতার পরলোকগমন ॥ শ্রাদ্ধকার্য সম্পন্ন রোটারী ক্লাব ও ফারিয়ার শোক ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকীকে ইসলামী ফ্রন্ট এর পূর্ণ সমর্থন প্রদান ইকরাম জগন্নাত জিউর আখড়ার নতুন পরিচালনা কমিটি গঠন বানিয়াচংয়ে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন হবিগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামা’আত ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ গঠিত

নবীগঞ্জে কাউন্সিলরের বাড়ি থেকে লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য ॥ ৫ ডিসেম্বর ঘর থেকে বের হয়েছিল জ্যোৎস্না ঃ লাশ হয়ে ফিরলো ৫ দিন পর

  • আপডেট টাইম শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০১৪
  • ৪১৮ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ পৌর এলাকার গন্ধ্যা গ্রামে কাউন্সিলর মিজানুর রহমানের বাড়ির সীমানা প্রাচীরের লিন্টারের সাথে ঝুলানো জ্যোৎস্না বেগমের লাশ উদ্ধারের ঘটনায় ওই এলাকায় আতংক বিরাজ করছে। গন্ধ্যা পয়েন্ট প্রতিদিন গভীর রাত পর্যন্ত লোকজনের সমাগম থাকলেও বুধবার থেকে ওই পয়েন্ট হয়ে পড়েছে নীরব-নিস্তব্ধ ও লোকহীন এলাকা। এদিকে মৃত জ্যোৎস্না বেগমের লাশ ময়না তদন্ত শেষে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃতদেহ নিয়ে স্বজনরা গ্রামের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার উচাইল চারিনাও গেলে সেখানে চলে স্বজনদের শোকের মাতম। মেয়ে হারা বৃদ্ধা মা এবং মাতৃহারা ছেলে মেয়েদের কান্না ও আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে উঠে।
এদিকে জ্যোৎস্না বেগমের পরিবারের লোকজনের সাথে আলাপ করে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। নিহতের পরিবার জ্যোৎস্না বেগম আত্মহত্যা করেছে তা মানতে নারাজ। তাদের দাবী জ্যোৎস্না বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহতের ভাই রজব আলী ফকির এ প্রতিনিধির সাথে আলাপকালে জানান, তার বোনকে বানিয়াচং উপজেলার পশ্চিম যাত্রাপাশা গ্রামের মহিবুর রহমানের সাথে বিয়ে দেয়া হয়। তার ঔরশে ২ ছেলে, ৪ মেয়ে রয়েছে। বড় মেয়েকে বিয়ে দেয়া হয়েছে প্রায় ৬ মাস পুর্বে। দীর্ঘদিন ধরে জ্যোৎস্না বেগম পিত্রালয়ে থাকতো। সম্প্রতি দেড় মাসের ট্রেনিং করে ঢাকাস্থ গাজীপুর আনসার ভিডিপি সেন্টারে। ফিরে এসে পরিবারকে জানায়, ১০ ডিসেম্বর নিয়োগপত্র নিয়ে যোগদান করবে। সেই মোতাবেক ৮ ডিসেম্বর ঢাকায় যাবার কথা জ্যোৎস্নার। কিন্ত ৪ ডিসেম্বর বিকালে গাজীপুর আনসার ভিডিপি ট্রেনিং সেন্টারের হাট-বাজার করার কাজে কর্মরত মাহফুজ নামের এক ছেলে জ্যোৎস্নাকে ফোন দিয়ে জানায় ৫ ডিসেম্বর ঢাকা যেতে। কিন্তু জ্যোৎস্না তাকে জানায় হাতে টাকা নেই, এছাড়া ১০ ডিসেম্বর যোগদান তাই ৮ ডিসেম্বর রওয়ানা দিব। এ কথা শুনে কথিত মাহফুজ ৫ ডিসেম্বর শুক্রবার বিকাশে জ্যোৎস্নাকে ২ হাজার টাকা পাঠায়। টাকা পেয়েই জ্যোৎস্না বেগম ৫ ডিসেম্বর ঢাকা যাওয়ার সিদ্ধান্ত নেয়। জ্যোৎস্নার ভাই আরো জানায়, ৫ ডিসেম্বর নবীগঞ্জের মান্দারকান্দি এলাকার জাহিদা বেগম নামের এক মহিলা জ্যোৎস্নাকে ফোনে জানায়, সে অলিপুর গাড়ী ষ্টেশনে তার জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি যেতে। তার ফোন পেয়েই জ্যোৎস্না ঘর থেকে বের হয়ে যায়। সর্বশেষ জ্যোৎস্না বেগম তার মা ফুলেন নেছা (ওরপে আশুর মা) এর সাথে ৯ ডিসেম্বর মঙ্গলবার বিকালে মোবাইল ফোনে কথা বলে। এর পর থেকেই তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরে পরিবারের লোকদের। অবশেষে চাকুরীতে যোগদানের খবর না পেয়ে বোনের মৃত্যুর খবর শুনতে হলো। এ কথা বলেই কান্নায় ভেঙ্গে পড়েন জ্যোৎস্নার ভাই রজব আলী ফকির। তিনি আরও বলেন, তার বোন নাম দস্তখত ব্যতিত লেখাপড়া জানেনা। তবে তার শরীরে পাওয়া চিরকোটটি তার বোনের হাতের লিখা নয়। এছাড়া কিভাবে তার বোন জ্যোৎস্না নবীগঞ্জে গেল তা জানা নেই। তিনি বলেন, ঘটনার পর পরই কথিত মাহফুজের ফোন নম্বারটি বন্ধ পাওয়া যাচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা দায়ের করেন নি নিহতের পরিবার। তবে তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। এদিকে মৃতের শরীর থেকে উদ্ধারকৃত চিরকোট নিয়ে নানা ধুম্রজালের সৃষ্টি হয়েছে। পরিবারের ভাষ্যমতে নিহত জ্যোৎস্না বেগম শুধুমাত্র নাম দস্তখত ব্যতিত লেখা পড়া করেন নি। তাহলে এই চিরকোট কার হাতের লেখা তা খতিয়ে দেখা প্রয়োজন। কাউন্সিলর মিজানুর রহমানকে ফাঁসাতেই কি এমন ন্যাক্কারজনক নির্মম ঘটনা সাজানো হয়েছে ? কে বা কারা এ নিরীহ মহিলাকে বলি দিয়ে কাউন্সিলরের বাড়ির সীমানার প্রাচীরে ঝুলিয়ে রাখতে পারে ? এমন প্রশ্ন মানুষের মুখে মুখে। এলাকাবাসী মৃত জ্যোৎস্না বেগমকে ওই এলাকায় কখনও দেখেন নি বলে দাবী করেছেন। এলাকাবাসী উদ্ধারকৃত চিরকোটের লেখা নিয়ে যাচাই পূর্বক তদন্তের দাবী জানিয়েছেন। মৃতের শরীরে থাকা চিরকোটের রহস্য কি ? এছাড়া কথিত মাহফুজ কে, কি তার পরিচয়। সে প্রকৃত অর্থে আনসার ভিডিপি গাজীপুর ট্রেনিং সেন্টারে কর্মরত কি না এবং কেন জ্যোৎস্না বেগমকে ফোন করে ৫ ডিসেম্বর ঢাকায় যেতে বলা হলো, বিকাশে ২ হাজার টাকা দেয়ার নেপথ্যে কি এবং নবীগঞ্জের জাহিদা বেগমের সাথে জ্যোৎস্না বেগম ঢাকায় গিয়েছিল কি না। মৃতের ব্যবহৃত মোবাইল ফোনটি কোথায় আছে এ সব অনুসন্ধানের দায়িত্ব পুলিশ প্রশাসনের। ঘটনার একদিন অতিবাহিত হলেও পুলিশ নতুন কোন তথ্য দিতে পারে নি। জ্যোৎস্না বেগম সর্বশেষ তার মা’র সাথে ৯ ডিসেম্বর মঙ্গলবার বিকালে ফোনে কথা বলেছিল বলে পরিবারের পক্ষ থেকে দাবী করা হয়েছে। তখন কোথায় থেকে তার মা’র সাথে কথা বলছিল এবং কি কথা হয় তাও খোঁজে বের করা প্রয়োজন।
উল্লেখ্য, গত বুধবার সকালে নবীগঞ্জ পৌর এলাকার গন্ধ্যা গ্রামের কাউন্সিলর মিজানুর রহমানের বাড়ির সীমানার প্রাচীরের লিন্টেনের সাথে গলায় ওড়না পেছানো জ্যোৎস্না বেগম (৩৫) নামের এক মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। পরে মৃতের শরীর থেকে উদ্ধারকৃত চিরকোটের সুত্রধরে পুলিশ নিহত জ্যোৎস্নার পরিচয় সনাক্ত করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com