বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে পুলিশের উপর হামলা ॥ ৫ হাজার জনের বিরুদ্ধে মামলা দায়ের শহরে স্কুলছাত্র হত্যার ঘটনায় সাজু মিয়ার ৩ দিনের রিমান্ড নবীগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলন স্থগিত সংবাদ সম্মেলনে অভিযোগ ॥ লাখাইয়ের সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের নির্যাতনের শিক্ষার এক স্কুল শিক্ষক আজমিরীগঞ্জের পাহাড়পুর বাজারের রাস্তা বেহাল দশা বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বিউটি’র পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক নবীগঞ্জে সেনা-পুলিশের কঠোর অবস্থানে বন্ধ জরুরি পরিষেবা, ওষুধের সংকটে বিপাকে রোগীরা নবীগঞ্জে পরীক্ষা শেষে বাড়ি ফেরা পথে নির্যাতনের অভিযোগ ! পাইকপাড়ায় ভাই বোন অপহরণের ঘটনায় গ্রেপ্তার ৩ ডিসি অফিসের গেইটের সামনে যুবলীগ কর্মীকে মারপিট ॥ পুলিশে সোপর্দ

খালেদা জিয়ার গাড়ী বহরে হামলার প্রতিবাদে গণদলের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৩
  • ৫২৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল  বিকাল সাড়ে ৪টায় মুসলিম কোয়ার্টারস্থ’ চিলড্রেন পার্ক থেকে বিরোধীদলীয় নেতা, বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী গণদল হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে স্থানীয় বেবীস্টেন্ড মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী গণদল হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ আলী মুছার সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শামীম মিয়ার পরিচালনায় উক্ত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)  জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ আহমুদুর রহমান আবদাল। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ কামাল উদ্দিন আহমেদ সেলিম, জেলা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক মোঃ মোতাকাবিবর খাঁন আক্কাস, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহিবুল ইসলাম শাহীন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ রমিজ আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাজী আবুল হোসেন, তোফায়েল হোসেন চৌধুরী, হারুন অর-রশীদ হারুন, জাতীয়তাবাদী গণদলের যুগ্ম আহ্বায়ক আবুল ফজল মামুন, মোঃ জাকির হোসেন, কাজী সামছুল হক শিমুল, মোঃ শাহজাহান, জুবায়ের হোসেন, মোঃ কিম্মত আলী, মোঃ সেলিম রানা, সাইফুল ইসলাম সেলিম, খাইরুজ্জামান সোহেল, সাইফুল ইসলাম, মোঃ আবু সায়েম, মোঃ আবুল কালাম, মোঃ সুজন মিয়া, মঈন আহমেদ, মোঃ ইকবাল মিয়া, বাদল মিয়া, রাজীব আহমেদ হৃদয়, মোঃ মীর তোফায়েল, মোঃ নুরুন মিয়া, উছমান গণি কালন, আব্দুল গাফ্ফার, মোঃ শাহান মিয়া, মোঃ রুবেল খান, মোঃ আফিল উদ্দিন, রাজিব খান, রায়হান আহমদ আকাশ, গোলাম মস্তোফা, এহতেশামুল হক সোহাগ, মোঃ মুন্না, সানি মিয়া, সাগর মিয়া, মাসুম মিয়া, আকিকুর রহমান সজিব, জেমি প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ আবদাল বলেন, অনতিবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের গণদাবী মেনে সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচনী তফসিল ঘোষনা করে ১৬ কোটি মানুষের উদ্বেগ উৎকন্ঠা দূর করার আহবান জানান ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com