নবীগঞ্জ প্রতিনিধি ॥ সাহিত্য মানুষের হৃদয়ে মনুষ্যত্ব বোধ জাগিয়ে তোলে। সর্ব প্রকার অনাচার অবিচারের বিরুদ্ধে সাহিত্য হচ্ছে সত্যের হাতিয়ার। বর্তমান এই ঘুনে ধরা সমাজ ব্যবস্থা পরিবর্তনে সাহিত্য চর্চায় মনোনিবেশ করতে হবে। বুধবার বিকালে নবীগঞ্জ উপজেলার কসবা নতুন বাজারে বিবিয়ানা সাহিত্য পরিষদ নবীগঞ্জ কর্তৃক আয়োজিত শরৎকালীন কবিতা উৎসব ২০১৪ ও ঈদ পূণর্মিলনি অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতায় মাসিক কাব্য কথার সম্পাদক কবি ও উপন্যাসিক জালাল খান ইউসুফী উপরোক্ত কথা গুলো বলেন।
প্রধান আলোচকের বক্তৃতায় দাঁড়াও পথিক গ্রন্থের লেখক বিশিষ্ট প্রাবন্ধিক সাদেক আহমেদ বলেন-গ্যাসের খনি পাওয়ায় বিবিয়ানা অঞ্চল আজ সমগ্র দেশে পরিচিতি লাভ করেছে। উক্ত অনুষ্টানে অসংখ্য কবি সাহিত্যিকদের উপস্থিতি দেখে আমার মনে হচ্ছে উক্ত অঞ্চল জ্ঞানের খনি হতে চলছে। বিবিয়ানা সাহিত্য পরিষদ নবীগঞ্জের প্রতিষ্টাতা চেয়ারম্যান ও মাসিক নবীগঞ্জ দর্পণের সম্পাদক কবি-সাংবাদিক এম. শহিদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও হাফিজ হোসাইন আহমদ এর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবি মোঃ ইলিয়াস মিয়া, মাসিক কুঁড়ি নদীর বাঁকে পত্রিকার সম্পাদক শেখ ফয়ছল আহমদ, পোয়েটস ক্লাব হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কবি নিলুপা ইসলাম নিলু, মাসিক নবীগঞ্জ দর্পণের প্রধান সম্পাদক এম. গৌছুজ্জামান চৌধুরী, গীতি কবি মাহবুব খান লুবাব। কবি শুয়াইব আহমদ শিবলুর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিবিয়ানা সাহিত্য পরিষদ নবীগঞ্জের সহ-সভাপতি এডঃ কবি আব্দুল বাছিত, ইনাতগঞ্জ উজ্জীবন শিল্পী গোষ্ঠির সভাপতি নাট্যকার আহমদ আবুল কালাম, সৈয়দ আমজদ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুল আজিজ, দক্ষিন কসবা জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল কাইয়ুম, ইক্বরা কিন্ডার গার্টেন এর সহকারী শিক্ষক মোঃ আব্দুল হান্নান। অনুষ্টানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন সৌদি প্রবাসী কবি তোফাজ্জল হোসেন, কবি মাস্টার ফজলুর রহমান চৌধুরী, গীতি কবি গোপাল রায়, কবি আব্দুল মুকিত, কবি শামসুল ইসলাম ছনু, কামরুল হাসান। গান ও ইসলামী সংগীত পরিবেশন করেন এডঃ আব্দুল বাছিত ও জামিল আহমদ খান প্রমুখ।