স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর পৌরসভার আলাকপুর এলাকার বেদে পল্লীতে বসবাস করছে প্রায় দুই থেকে আড়াইশো পরিবারের পাঁচ শতাধিক সদস্য। প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানে থাকলেও তারা এখনো নাগরিক জীবনের মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। শিক্ষা, স্বাস্থ্য, বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশনের অভাবের পাশাপাশি এখন তাদের নতুন সংকট—নিজেদের মৃত স্বজনদের দাফনের জায়গা নিয়েও পড়তে হচ্ছে চরম বিপাকে। স্থানীয় সূত্রে জানা গেছে, আলাকপুরের বেদেরা বহু বছর ধরে একটি নির্দিষ্ট স্থানে কবরস্থান ব্যবহার করে আসছিলেন। কিন্তু সম্প্রতি কিছু স্থানীয় ব্যক্তি নারীদের বেপর্দা চলাফেরা এবং কবরস্থানে নারীদের অবাধ যাতায়াতের অভিযোগ তুলে বাধা দেন। ফলে বেদে পরিবারগুলো বাধ্য হয়ে প্রায় তিন কিলোমিটার দূরের বিজয়নগর উপজেলার আমতলী এলাকায় লাশ দাফন শুরু করে। কিন্তু কিছুদিনের মধ্যেই ওই স্থান থেকেও নিষেধাজ্ঞা আসে। পরে তারা আলিনগর মাদরাসার কবরস্থানে দাফন করতে শুরু করলেও সেখান থেকেও বাধার মুখে পড়ছেন। এতে বেদে সম্প্রদায়ের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে। তারা মনে করছেন, মৃত্যুর পরও যেন তাদের প্রতি বৈষম্যের অবসান ঘটছে না। বেদে সম্প্রদায়ের সরদার নুরুল ইসলাম বলেন, “আমরা মানুষ, কিন্তু আমাদের মানুষ মনে করে না কেউ। জন্মনিবন্ধনের ঝামেলা কেটেছে, কিন্তু কবর দেওয়ার জায়গা নেই। সরকার যদি আলাদা গোরস্থান দেয়, তাহলে আমাদের বড় কষ্ট দূর হবে।” এই সম্প্রদায়ের অধিকাংশ সদস্য পেশায় ফেরিওয়ালা, ভেষজ বিক্রেতা, দাঁতের ডাক্তার বা ছোটখাটো ব্যবসায়ী। অনেকে এখনো স্থায়ী বাড়ি বা নাগরিক সেবা থেকে বঞ্চিত। নারী ও শিশুরা স্বাস্থ্যসেবা পায় না, শিক্ষা প্রতিষ্ঠানও অনেক দূরে হওয়ায় শিশুরা স্কুলে যেতে পারে না। ফলে তারা দারিদ্র্য ও বঞ্চনার দুষ্টচক্রে আবদ্ধ হয়ে পড়ছে। দক্ষিণ মাধবপুর উন্নয়ন পরিষদের সভাপতি আনোয়ার হোসেন বেলাল বলেন, “এটি চরম মানবাধিকার লঙ্ঘন। তারা মুসলিম হয়েও ধর্মীয়ভাবে কবর দেওয়ার অধিকার পাচ্ছেন না। প্রশাসনের উচিত দ্রুত একটি স্থায়ী সমাধান করা।” মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জাহিদ বিন কাসেম বলেন, “বেদে সম্প্রদায়ের কবরস্থান ও নাগরিক সমস্যা সমাধানে প্রশাসন কাজ করছে। পৃথক কবরস্থান এবং জীবনমান উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে।”