মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ের এসিল্যান্ড ইসমাইল রহমানকে দ্রুত অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে বানিয়াচংয়ের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
গতকাল সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় স্থানীয় শহীদ মিনারে এক বিক্ষোভ সমাবেশে আল্টিমেটাম দেয়া হয়। তরুণ সমাজ সেবক সৈয়দ ফয়ছল আহমেদের সভাপতিত্বে ও এনসিপি বানিয়াচংয়ের সংগঠক সাংবাদিক জীবন আহমেদ লিটনের সঞ্চালনায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বানিয়াচংয়ের প্রবীন ব্যক্তিত্ব মাওলানা মখলিছুর রহমান, সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান, মাওলানা আব্দুল জলিল ইউসূফী, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি ইমদাদুল হোসেন খান, এসিল্যান্ড কর্তৃক ভূক্তভোগী মুফতি নাসির উদ্দিন সৌরভ, মাওলানা জাফর আহমদ সিরাজী, হাফেজ আব্দুল মুকিত, মাওলানা আহমেদ আলী আজিজী, বানিয়াচং প্রেসক্লাবের সেক্রেটারী মোঃ মখলিছ মিয়া, সাংবাদিক সুজন মিয়া, এনায়েত হোসেন, হাবিবুর রহমান মাসুক, পঞ্চায়েত ব্যক্তিত্ব নাসিম ফজলে কাহের আফরিন, এনিসিপি নেতা সুজন মিয়া, ভূক্তভোগী কৃষক হাবিব মিয়া, সেলু মিয়া, মহসিন মিয়া, আবিদ মিয়া ও জুলহাস মিয়া প্রমুখ। বক্তারা বলেন, চলতি বছরের ২৪ ফব্রুয়ারি বানিয়াচংয়ে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন মোঃ ইসমাঈল রহমান। এরপর থেকেই বানিয়াচংয়ে ভূমি সেবায় চরম ভোগান্তিতে পড়েন জনসাধারণ। শুধু তাই নয়,সেবা প্রত্যাশিদের সঙ্গে অসদাচরণ ও নিষ্ঠুর জমিদার সূলভ আচরণের দায়ে একাধিকবার স্থানীয় এবং বিভিন্ন জাতীয় দৈনিকে ওই কর্মকর্তা শিরোনাম হন। গত বৃহস্পতিবার বিকেলে প্রখ্যাত ইসলামি বক্তা মুফতি নাসির উদ্দিন সৌরভের সাথে তিনি অশোভন আচরণ করে মারমুখি হয়ে তেড়ে আসেন। অপরদিকে হাওরে ড্রেজারে মশিন, এক্সেভেটর, মাটির ট্রাক্টর থেকে এসিল্যান্ড বখরা আদায় করেন বলেও অভিযোগ করেন বক্তরা। ১ নং উত্তর পূর্ব ইউনিয়ন পরিষদে এসিল্যান্ড চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে জনভোগান্তির চরম সীমায় আছেন জনসাধারণ। ভূমি অফিসের সেবাগ্রহীতারা প্রতিনিয়ত নানা ভোগান্তির শিকার হচ্ছেন, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও সেবা গ্রহীতাদের সাথে চরম দুর্বব্যবহারের গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। অতিষ্ট বিক্ষোব্ধ জনতা উত্তেজনার চরম পর্যায়ের যাওয়ার আগেই এসিল্যান্ড ইসমাইল রহমানকে শাস্তিমূলক স্ট্যান্ড রিলিজ করার দাবী জানান আন্দোলনকারীরা। অন্যথায় পরবর্তীতে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারী প্রদান করা হয়।