সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বাসদের সম্মেলনে কমরেড খালেকুজ্জামান ॥ একটা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পরও দেশে লুটপাটের রাজনীতি বন্ধ হয়নি হবিগঞ্জ-১ আসনে শাহ মোজ্জামেল নান্টু’কে মনোনয়ন দেয়ার দাবীতে বিএনপির শোডাউন ॥ পথসভা লস্করপুরে নির্বাচনী সভায় জি কে গউছ ॥ ক্ষমতার মোহে আওয়ামীলীগ গুলি করে মানুষ হত্যা করেছে এই মূর্হূতের দেশের মানুষের প্রত্যাশা একটি উৎসবমুখর নিবার্চন-সৈয়দ ফয়সল হবিগঞ্জের এসপি সাজেদুর বদলী নতুন এসপি গৌতম বিশ্বাস শেখ হাসিনার মামলার রায়কে সামনে রেখে হবিগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশী সুনামগঞ্জে মাধবপুরের ২ জনসহ ৩ মাদক কারবারী গ্রেফতার হবিগঞ্জে পুলিশের অভিযানে ৩ পলাতক আসামি গ্রেপ্তার মাধবপুরে শিক্ষার্থীদের মাদক বিরোধী সমাবেশ হবিগঞ্জ-বানিয়াচং সড়কে সিএনজি চালকদের মারধোর ॥ আহত ৮

চুনারুঘাটে সিলিকা বালু উত্তোলন ১৪ জনের ১ মাস করে কারাদণ্ড

  • আপডেট টাইম সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলায় পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের দায়ে ১৪ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রোববার (১২ অক্টোবর) বিকেল ৩টার দিকে দণ্ডপ্রাপ্তদের চুনারুঘাট থানা থেকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
এর আগে উপজেলার বদরগাজি গিলানিছড়ায় যৌথ বাহিনীর অভিযানে তাদের আটক করা হয়। পরে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ওই দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নুর উদ্দিন (৩৩), জাকারিয়া (২৬), শাহজাহান মিয়া (৩২), শাহীন মিয়া (২১), ওয়াহিদ মিয়া (২৩), আব্দুল করিম জুনেদ (১৯), মো. ইউসুফ (২৩), মো. এনামুল হক (১৯), মো. জামাল মিয়া (২১), রিপন মিয়া (২৪), মো. নয়ন মিয়া (২২), মো. আতর আলী (৪২), মো. নুরুল ইসলাম (৪৩) ও মো. সারাজ মিয়া (৩০)।
সম্প্রতি বদরগাজি গিলানিছড়া এলাকায় গিয়ে দেখা যায়, পাহাড়ি ছড়া থেকে ড্রেজার মেশিনে দেদারসে বালু তোলা হচ্ছে। বছরের পর বছর অনিয়ন্ত্রিত উত্তোলনে তছনছ হয়ে যাচ্ছে পুরো এলাকা। ছড়ার তলদেশ খুঁড়ে বালু তোলায় সরু ছড়া পরিণত হয়েছে গভীর খাদে। এতে আশপাশের পরিবেশ ও জনবসতি হুমকির মুখে পড়েছে। নিয়মিত বালু তোলার কারণে ছড়ার দুই তীর ভাঙছে, ঘরবাড়ি ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
হবিগঞ্জ জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, চলতি বছর চুনারুঘাট, মাধবপুর ও বাহুবল উপজেলার কোনো পাহাড়ি ছড়ায় সিলিকা বালুর মহাল ইজারা দেওয়া হয়নি। তবুও এসব এলাকায় চলছে অবাধে বালু উত্তোলন।
স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় গড়ে উঠেছে কয়েকটি বালু লুটের চক্র। তাদের বিরুদ্ধে কথা বললেই হয়রানি ও ভয়ভীতি দেখানো হয়। চণ্ডিছড়া ও সাতছড়ি চা-বাগান এলাকার মূল্যবান বালু দিনে কম, রাতে বেশি- প্রতিঘণ্টায় ১০ থেকে ১২টি ট্রাকে লুটে নেওয়া হচ্ছে।
ইউএনও মো. শফিকুল ইসলাম বলেন, রোববার ভোর থেকে অভিযান শুরু হয়। দীর্ঘ অভিযানে ১৪ জনকে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে বালু উত্তোলনের যন্ত্রপাতিও জব্দ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, দণ্ডপ্রাপ্তদের বিকেলে কঠোর নিরাপত্তায় কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com