সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বাসদের সম্মেলনে কমরেড খালেকুজ্জামান ॥ একটা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পরও দেশে লুটপাটের রাজনীতি বন্ধ হয়নি হবিগঞ্জ-১ আসনে শাহ মোজ্জামেল নান্টু’কে মনোনয়ন দেয়ার দাবীতে বিএনপির শোডাউন ॥ পথসভা লস্করপুরে নির্বাচনী সভায় জি কে গউছ ॥ ক্ষমতার মোহে আওয়ামীলীগ গুলি করে মানুষ হত্যা করেছে এই মূর্হূতের দেশের মানুষের প্রত্যাশা একটি উৎসবমুখর নিবার্চন-সৈয়দ ফয়সল হবিগঞ্জের এসপি সাজেদুর বদলী নতুন এসপি গৌতম বিশ্বাস শেখ হাসিনার মামলার রায়কে সামনে রেখে হবিগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশী সুনামগঞ্জে মাধবপুরের ২ জনসহ ৩ মাদক কারবারী গ্রেফতার হবিগঞ্জে পুলিশের অভিযানে ৩ পলাতক আসামি গ্রেপ্তার মাধবপুরে শিক্ষার্থীদের মাদক বিরোধী সমাবেশ হবিগঞ্জ-বানিয়াচং সড়কে সিএনজি চালকদের মারধোর ॥ আহত ৮

শায়েস্তাগঞ্জ দেশ নাট্যগোষ্ঠীর দ্বি-বার্ষিক সম্মেলন ও ৩২ বছর পূর্তি অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘নাটক হোক শৃঙ্খলিত মানুষের মুক্তির গান’ এই শ্লোগানে ১৯৯৩ সালে একঝাঁক সংস্কৃতিমনা ব্যক্তিবর্গকে নিয়ে যাত্রা শুরু করেছিল দেশ নাট্যগোষ্ঠী। সংগঠনটি হাটি হাটি পা পা করে ৩২ বছর অতিক্রম করেছে। গত শুক্রবার (১০ অক্টোবার) সন্ধ্যায় সংগঠনের দেশ মঞ্চে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, নৃত্যানুষ্ঠান, গণসঙ্গীত ও কেক কাটা হয়েছে। মোহাম্মদ হারুনূর রশিদ (হারুন সাঁইর) সভাপতিত্বে ও কামরুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পল্লব হোম দাস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতনা, ইঞ্জিনিয়ার নাছিম আহমেদ, আব্দুল হক রেনু, মিজানুর রহমান সুমনসহ আরো অনেকেই। এর আগে দ্বি-বার্ষিক সম্মেলনে সকল সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ মাখন মিয়া। এতে মোহাম্মদ হারুনূর রশিদ (হারুন সাঁইকে) সভাপতি, মোঃ মুখলিছুর রহমানকে সাধারণ সম্পাদক ও মিজানুর রহমান সুমনকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি গঠন করা হয়। পরে দেশ মঞ্চে শিশু-কিশোর শিল্পীরা নৃত্য পরিবেশন করেন এবং উপজেলা নির্বাহী অফিসার পল্লব হোম দাস গান গেয়ে দর্শক মাতিয়েছেন। সংগঠনের সভাপতি জানান-এ পর্যন্ত ২৩টি পুর্ণাঙ্গ নাটক ও ১টি আংশিকসহ মোট ২৪টি নাটকের শতাধিক প্রদর্শন করতে সক্ষম হয়েছেন তারা। ২০১৮ সালে ভারতের হাওড়া জেলার বালিতে অনুষ্ঠিত আর্ন্তজাতিক নাট্য উৎসেব দেশ নাট্যগোষ্ঠীর শিল্পীরা সফল মঞ্চায়ন করেছে। এছাড়া একটি সংগঠনের জন্য বিশাল অংকের অর্থ জোগানের জন্য সংগঠনের সভাপতি কৃতজ্ঞতা জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, শায়েস্তাগঞ্জ পৌরসভা সহ শোভাকাঙ্খি ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংগঠনের সকল সদস্য ও প্রবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com