স্টাফ রিপোর্টার ॥ সাবেক সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আতাউর রহমান সেলিমকে সিলেট কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। উর্ধতন কর্মকর্তার নির্দেশে তাদের হবিগঞ্জ কারাগার থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। গতকাল শুক্রবার দুপুরে গোপনীয়ভাবে বিশেষ নিরাপত্তায় পুলিশের প্রিজন ভ্যানে করে পুলিশ মজিদ খান ও আতাউর রহমান সেলিমকে পৌঁছে দেওয়া হয়।