স্টাফ রিপোর্টার ॥ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বিগত ৫৩ বছর বিভিন্ন দল উলামায়ে কেরামদেরকে বোকা পেয়ে ধোকা দিয়ে ইসলামের সিঁড়ি ব্যবহার করে ক্ষমতায় গিয়েছে। কিন্তু তাদের কাছ থেকে ইসলাম, দেশ, মানবতার কল্যাণ আমরা পাই নাই। তিনি বলেন, একাত্তরে আমাদের দেশ স্বাধীন হয়েছে কিন্তু দেশ পরিচালনা হয়েছে ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী। তিনি বলেন, ইসলামী দলগুলো ঐক্যের দ্বারপ্রান্তে চলে এসেছে। আমাদের এই ঐক্যকে বিনষ্ট করার চেষ্টা করবে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের ঐক্য অটুট থাকলে ইসলাম বিরোধী, মানবতা বিরোধী, দেশের স্বার্থ বিরোধী কোন আইন বা কার্যক্রম কেউ পরিচালনা করতে পারবেন না।
বৃহস্পতিবার হবিগঞ্জ প্রেসক্লাবে আসন্ন জাতীয় নির্বাচনে “ইসলামপন্থীদের ঐক্যভাবনা উলামায়ে কেরাম ও তাওহীদি জনতার করণীয়” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা লোকমান সাদীর সভাপতিত্বে ও ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক শামসুল হুদার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মঈন উদ্দিন খান তানভীরসহ বিভিন্ন নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা সভাপতি মহিব উদ্দিন আহমেদ সুহেল, মাওলানা মাহমুদুল হাসান, জেলা জামাতের আমীর কাজী মোঃ মুখলিছুর রহমান, মাওলানা সুয়াইব আহমেদ আনছারী, মাওলানা নাসির উদ্দিন আনছারী, মাওলানা জাবেদ আল হুদা চৌধুরী, প্রিন্সপাল মাওলানা আব্দাল হোসেন খান, জেলা খেলাফত মজলিস সভাপতি এডঃ সরওয়ার রহমান চৌধুরী শামীম, মাওলানা আব্দুল কাইয়ূম প্রমুখ।