প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল ১ জুলাই হবিগঞ্জ শহরে ভ্রাম্যমাণ আদালত এর অভিযান পরিচালনাকালে ফিজিওথেরাপিস্ট প্রফেসর ডা. আব্দুর রহমানকে একজন ম্যাজিস্ট্রেট বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ আইনের ২৯ (২) ধারায় “ফিজিওথেরাপিস্ট নামের আগে ডা. ব্যবহার করার কারণে কারাদন্ড ও জরিমানা করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছেন বাংলাদেশ ফিজিওথেরাপী এসোসিয়েশন (বিপিএ) নেতৃবৃন্দ। গতকাল ফিজিওথেরাপী এসোসিয়েশন (বিপিএ) সভাপতি অধ্যাপক ড. মুহম্মদ আনোয়ার হোসেন (পিএইচডি) ও সাধারণ সম্পাদক ডাঃ মোঃ শাহাদাৎ হোসেন (পিটি) এক বিবৃতিতে উল্লেখ করেন একজন বিএসপিটি ডিগ্রিধারী ফিজিওথেরাপিস্ট বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন, ২০১৮ (২০১৮ সালের ৭১ নং আইন) ধারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হবেন। একজন ফিজিওথেরাপিস্টের পদবী কি হবে তা উক্ত আইনের ১৯ ধারা অনুযায়ী কাউন্সিল নির্ধারণ করবে। উক্ত আইনের অধীনে ফিজিওথেরাপিস্টগণকে লাইসেন্স প্রদানের নিমিত্তে বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল ২৪ মার্চ, ২০২৫ গেজেট প্রকাশ করেছে। বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন, ২০১৮ এর ধারা ৬(ঢ) ও ধারা ১৪(১) অনুযায়ী কোন ফিজিওথেরাপী এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার বা হাসপাতালের অধীনের কোন ফিজিওথেরাপী ইউনিট এর অনুমোদন, পরিদর্শন ও নিয়ন্ত্রনের দায়িত্ব বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের। স্বাস্থ্য মন্ত্রনালয় কিংবা অধিভুক্ত কোন সিভিল সার্জন দপ্তর এ বিষয়ে দায়িত্ব প্রাপ্ত নন। বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২৯ ধারায় ফিজিওথেরাপিস্টগণ ডা. উপাধি লিখার জন্য হয়রানি করায় বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ) মহামান্য হাইকোর্টে রীট (১০৯৯৮/২০১১) পিটিশন দায়ের করে। রীট পিটিশনের আদেশ অনুযায়ী স্নাতক ডিগ্রিধারী ফিজিওথেরাপিস্টগণ নামের আগে কি পদবী লিখবে তা কাউন্সিল নির্ধারণ করবে। কাউন্সিল নির্ধারণ করার আগ পর্যন্ত ফিজিওথেরাপিস্টগণ ডা. পদবী লিখলে তাকে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী দন্ডিত করার বিধানের উপর স্থগিতাদেশ অদ্যাবধি কার্যকর রয়েছে। এমতাবস্থায় ফিজিওথেরাপীর একজন সম্মানীত শিক্ষক ও প্রাক্টিশনার প্রফেসর ডা. আব্দুর রহমান এর কারদন্ড ও জরিমানা মহামান্য হাইকোর্টের আদেশ অবমাননার সামিল। আমরা আইনানুযায়ী দ্রুত তার সাজার দন্ডাদেশ মওকুপ পূর্বক নিঃশর্ত মুক্তি দেওয়ার আহবান জানাচ্ছি।