বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৬:২৬ পূর্বাহ্ন

শহরে দেশসেরা হাফেজ মনসুরের লাশ উদ্ধার ॥ মৃত্যু নিয়ে রহস্য

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ঈদগাহ পুকুর থেকে দেশসেরা হাফেজ আহমদ মনসুর তাহমিদের (১৭) নামে এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে লাশটি উদ্ধার করা হয়। তাহমিদ হবিগঞ্জ পৌর শহরের ঈদগাহ এলাকার সফিক মিয়ার ছেলে। সে হবিগঞ্জ সদর উপজেলার দারুল ইরশাদ মাদরাসা থেকে হাফেজি সম্পন্ন করে জামাত লাইনে সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত ছিল। স্থানীয়রা জানান, রবিবার রাত সাড়ে ১২টার দিকে তার পরিচিত ২/৩ জন যুবক ঈদগাহ পুকুরে গোসল করার জন্য তাহমিদ বাসা থেকে ডেকে নিয়ে যায়। রাত প্রায় দেড়টার দিকে তাদের একজন ফোন করে বাসায় জানায়, তাহমিদ পুকুরে গোসল করতে নামার পর আর পাওয়া যাচ্ছে না। এ খবর পেয়ে তার আত্মীয় স্বজনা ও স্থানীয় লোকজন পুকুরে অনেক খোঁজাখুঁজির পর তার মরদেহ পানির নিচ থেকে উদ্ধার করে। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। দারুল ইরশাস মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা জাবের আল হুদা চৌধুরী জানান, তাহমিদ মেধাবী ও ভদ্র ছাত্র। সে জাতীয় পর্যায়ে সেরা ১০ জনের মাঝে একজন হাফেজ ছিল। সে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করত। তার শরীরে আঘাত রয়েছে। সম্ভবত সে যাদের সঙ্গে চলাফেরা করত তারাই তাকে হত্যা করেছে বলে দাবি তাদের। তিনি বলেন, বিকেল ৪টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রথম জানাযা এবং বাদ আছর হবিগঞ্জ সদর উপজেলার নিজ বাড়ি আলাপুর গ্রামে দ্বিতীয় জানাযা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। হাফেজ তাহমিদ হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তায় দারুল ইরশাদ মাদরাসার ছাত্র ও শিক্ষকরা মানববন্ধন করেছেন। এদিকে সোমবার (২৩ জুন) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করে এ দাবি জানান দারুল ইরশাদ ওয়াদ দাওয়াহ আল ইসলামিয়া বহুলা মাদরাসার ছাত্র-শিক্ষকরা। মানিক ও দারুল ইরশাদ ওয়াদ দাওয়াহ আল ইসলামিয়া বহুলা মাদরাসার নির্বাহী পরিচালক জাবের আল হুদা। এ সময় বক্তারা নির্দিষ্ট সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। পরে নেতৃবৃন্দ জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন। এ ছাড়া ঘটনার তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ, সভাপতি পরিষদ সদস্য আশরাফুল ইসলাম সাদ ও মাহদী হাসান শিকদার এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানান।
বিবৃতিতে নেতারা জানান, গত ২২ জুন রাতে হবিগঞ্জ পৌরসভার শায়েস্তানগর ঈদগাহ এলাকার নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে হাফেজ আহমদ মনসুর (বয়স আনুমানিক ১৮-১৯) নামের এক মেধাবী মাদ্রাসাছাত্রকে নির্মমভাবে হত্যা করা হয়। নিহত মনসুর ‘দারুল ইরশাদ বহুলা মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিলেন। তিনি হিফজ শেষ করে আলিয়া ধারায় প্রাথমিক পড়াশোনার পর এই প্রতিষ্ঠানে ভর্তি হন। কুরবানির ছুটিতে বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে মাদ্রাসা খুললেও তিনি ফেরত যেতে পারেননি। নেতারা বলেন, পরিবার সূত্রে জানা যায়-রাতের গভীরে কে বা কারা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এবং পরবর্তীতে তার মরদেহ পাওয়া যায়। একজন কোমলমতি ছাত্রকে এভাবে টার্গেট করে হত্যাকাণ্ড চালানো কেবল বর্বরতা নয়, এটি একটি নির্মম ও পূর্বপরিকল্পিত অপরাধ। তারা আরও বলেন, হাফেজ আহমদ মনসুর ছিলেন শান্ত, বিনয়ী ও অতি সাধারণ জীবনযাপনকারী একজন ছাত্র। তার বিরুদ্ধে কোনো ব্যক্তিগত শত্রুতা, অপরাধমূলক সংশ্লিষ্টতা বা সংঘবদ্ধ বিরোধের তথ্য নেই। এমন একজন নিরপরাধ শিক্ষার্থীকে টার্গেট করে হত্যা গোটা শিাঙ্গন ও ছাত্রসমাজের নিরাপত্তা ও মনস্তত্ত্বে ভয়াবহ প্রভাব ফেলতে পারে। সদর থানার এসআই রিজেন লাশর সুরতহাল করেন। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি একেএম সাহাবুদ্দিন শাহীন জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে সে পানিতে ডুবে মারা যেতে পারে। তবে পরিবারের লোকজন হত্যার অভিযোগ দেন তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com