স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক সূর্যমুখী জেনারেল হাসপাতালের ম্যানেজার মাহবুবুর রহমান জীবন (৪০) কে গ্রেফতার করেছে যৌথবাহিনী। গতকাল বুধবার দুপুরে শহরের পৌরসভা সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। বিকালে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়। সদর থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন জানান, তিনি বৈষম্য বিরোধী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। আজ বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে। তিনি রিচি গ্রামের বাসিন্দা বর্তমানে শায়েস্তানগরে বসবাস করছেন।