বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন

নবীগঞ্জে পানি নিষ্কাশনের পথ বন্ধ ইউএনও-ওসির কাছে অভিযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ২৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামে বসতবাড়ির পানি নিষ্কাশনের পথ বন্ধ করে প্রতিবেশীদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলেছেন মোঃ লিয়াকত আলী নামে এক ভুক্তভোগী। এ বিষয়ে তিনি নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। গতকাল সোমবার (২ জুন) দু’পুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নবীগঞ্জ থানার ওসি বরাবর লিখিতভাবে এ অভিযোগ জমা দেন তিনি। অভিযোগ সূত্রে জানা গেছে, আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের আব্দুল আলী, আব্দুল কাইয়ুম, ধন মিয়া, ইব্রাহিম খাঁ, কাউছার আহমেদ, আব্দুল মুমিন, আব্দুর রহমান, রুনা বেগম, রেজিয়া বেগম, হেনা বেগম ও আফিয়া বেগম গংদের সঙ্গে অভিযোগকারী লিয়াকত আলীর পানি নিষ্কাশনের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। অভিযোগে লিয়াকত আলী উল্লেখ করেন, প্রতিবেশীরা দীর্ঘদিন ধরে তার বসতবাড়ির উত্তর পাশে থাকা পুরনো পানি নিষ্কাশনের পথটি পরিকল্পিতভাবে বন্ধ করে দিচ্ছেন। প্রতি বছর বর্ষা মৌসুমে তারা এ পথটিতে মাটি ফেলে বা বাঁধ দিয়ে পানি চলাচল আটকে দেন। ফলে বৃষ্টির পানি জমে তার বাড়ির উঠানে পানি দাঁড়িয়ে যায় এবং শেষ পর্যন্ত ঘরের ভেতরে প্রবেশ করে। চলতি মৌসুমে কয়েকদিনের টানা বৃষ্টিতে প্রায় দেড় ফুট পানি জমে রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তিনি আরও বলেন, পানি নিষ্কাশনের পথ খুলে দিতে প্রতিবেশীদের অনুরোধ জানালে তারা উল্টো খারাপ আচরণ করেন এবং হুমকি-ধামকি দেন। সর্বশেষ ২ জুন সকাল ১০টার দিকে প্রতিবেশীরা জোরপূর্বক তার জায়গার উপর দিয়ে মাটি কেটে বড় একটি আইল নির্মাণ করতে থাকেন। তিনি বিষয়টি নিয়ে আপত্তি জানালে তারা কোনো আইন, বিচার বা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের তোয়াক্কা না করে কাজ চালিয়ে যেতে থাকেন। এই অবস্থায় যে কোনো সময় বড় ধরনের সংঘাতের আশঙ্কা রয়েছে বলে দাবি করেন লিয়াকত আলী। তিনি বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবগত করে প্রশাসনের শরণাপন্ন হয়েছেন। এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও থানা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন- অভিযোগের ব্যাপারে খোজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ প্রসঙ্গে নবীগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন- অভিযোগের ব্যাপারে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com