স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে অপারেশন ডেভিল হান্টে জেলা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিন আহমেদ তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে বাহুবল থানার একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে সুখচর গ্রামের আব্দুল আলীর পুত্র ও জেলা তাতি লীগের চেয়ারম্যান মুদ্দত আলীর ভাতিজা। পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানায়, রাজনীতি করার ইচ্ছা ছিলো না তার। কিন্তু তার চাচা তাতিলীগের কমিটিতে তার নাম দিয়েছে দল বড় করতে।