স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে মাটি উত্তোলনের অভিযোগে মাহবুবুর রহমান (৪৫) কে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম উপজেলার আদাঐর ইউনিয়নের হালুয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী তাকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম জানান, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন রোধে অভিযান চলতে থাকবে। অভিযানে সহযোগিতা করেছে মাধবপুর থানা পুলিশ।