রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৬:২৯ পূর্বাহ্ন

বৃন্দাবন সরকারি কলেজ ব্যবস্থাপনা প্রবাসী এলামনাই এসোসিয়েশন কমিটি গঠন

  • আপডেট টাইম রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ব্যবস্থাপনা এলামনাই এসোসিয়েশন বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ, প্রবাসী শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি সাইফুদ্দিন রুবেল (ফ্রান্স) সাধারণ সম্পাদক – মো.আব্দুল হাকিম (চীন) সাংগঠনিক সম্পাদক : মো. জমশেদ মিয়া (ইউ.কে) মনোনীত করা হয়। গত ৩ ফেব্রুয়ারী সোমবার ব্যবস্থাপনা বিভাগের সাবেক শিক্ষার্থী এবং বর্তমান বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের নিয়ে ব্যবস্থাপনা এলামনাই এসোসিয়েশন বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ, প্রবাসী শাখার আগামী তিন বছর মেয়াদে কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি : ফখরুল আবেদীন মাসুম (ইউ. এস. এ) সহ-সভাপতি : সালেহ আহমেদ (ফ্রান্স) সহ-সভাপতি : ফাতেহা শারমিন চৌধুরী (ইউ.কে) সহ-সভাপতি : মামুনুর রশীদ রাসেল (ইতালি), সহ-সভাপতি : মো. মহসিন আহমেদ (ইউ.কে) সহ-সাধারণ সম্পাদক : ফারজানা তরফদার (ইউ.কে) সহ-সাধারণ সম্পাদক : মো. বুরহান উদ্দিন জুনেদ (ডেনমার্ক) সহ সাধারণ সম্পাদক : খায়রুল আলম শুভ (ইউ.এস. এ) সহ সাধারণ সম্পাদক : জুনায়েদ ইসলাম (স্পেন) সহ-সাধারণ সম্পাদক : গৌতম দেবনাথ (ইউ.কে) কোষাধ্যক্ষ : মাহফুজ চৌধুরী (ইউ. কে) প্রচার সম্পাদক : নাসির উদ্দীন পিন্টু (স্পেন) যোগাযোগ বিষয় সম্পাদক : মো. জাকারিয়া তালুকদার (ইউ. কে) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক : নুসরাত জাহান রুহি (ইউ.কে) সাহিত্য ও প্রকাশনা সম্পাদক : মিজানুর রহমান (ইউ.কে) শিক্ষা ও গবেষণা সম্পাদক : শাকিল আহমেদ (ইউ.কে) দপ্তর সম্পাদক : প্রকাশ রায় (রোমানিয়া) ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক সম্পাদক : গুলজার হোসেন রুবেল (ইউ.কে) বিজ্ঞান বিষয়ক সম্পাদক : কাজী আব্বাস উদ্দীন উজ্জ্বল (নেদারল্যান্ডস) পরিবেশ বিষয়ক সম্পাদক : আশরাফুর রহমান সৌরভ (ইউ. কে) সদস্য : পাপরি সরকার ভাবনা (ইউ. এস. এ) ইমরান আহমেদ সাজন (ইউ. এস. এ) মোঃ আবুল ফজল লিমন (নেদারল্যান্ডস) মোঃ আব্দুল্লাহ আল নোমান (নেদারল্যান্ডস) হাসান মোঃ ইব্রাহিম অনিক (ডেনমার্ক) সোহেলি আফরোজা ডালি (ইউ. এস.এ) রুমেল আহমেদ (সৌদি আরব) উচ্ছাস সওদাগর (বেলজিয়াম) নাদিয়া খান (ইউ.কে) নাঈম খান (ইউ.কে) মো. মোজাম্মেল (ইউ. কে) মুহিদুল ইসলাম (ইউ. কে) সম্মানিত কার্যনির্বাহী পরিষদ আব্দুল কাদির কাওসার (ইউ.কে) জিয়াউল হক চৌধুরী শিবলু (আয়ারল্যান্ড) আহমেদ রনি (ইউ. কে) বর্নালী দত্ত (ইউ.কে) শামসুজ্জামান চৌধুরী শাহিন (পর্তুগাল) দীনা আজাদ (ইউ. কে) তারেক আহমেদ (ইউ.কে) প্রধান উপদেষ্টা : প্রফেসর মোঃ ইলিয়াস বখ্ত চৌধুরী (জালাল) সাবেক বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা বিভাগ বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ। উপদেষ্টা : প্রফেসর গিয়াস উদ্দিন আহমদ চৌধুরী বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা বিভাগ বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ। উল্লেখ্য, ব্যবস্থপনা বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী ও ছাত্র-শিক্ষক পুনর্মিলনী আগামী ৫ এপ্রিল, ২০২৫ খ্রি. অনুষ্ঠিত হতে যাচ্ছে। ব্যবস্থাপনা এলামনাই এসোসিয়েশন, বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ কমিটির সভাপতি চৌধুরী হাসবী মোঃ আলী, সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল হাসান এর পরামর্শক্রমে সার্বিক কার্যক্রম এগিয়ে যাচ্ছে। এছাড়াও সাবেক সভাপতি মোঃ মাসুক চৌধুরী, ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক মোঃ জামাল হোসেন, প্রভাষক উজ্জ্বল রায় পরামর্শ দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন। ব্যবস্থাপনা বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী ও ছাত্র-শিক্ষক পুনর্মিলনী অনুষ্ঠান কে সফল করার লক্ষ্যে শাহ রাজীব আহমেদ রিংগন কে আহবায়ক করে উদযাপন পরিষদ কমিটি গঠন করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com