স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোহাম্মদ জাবেদ জিল্লুল বারী বলেছেন, পত্রিকা হচ্ছে সমাজ এবং রাষ্ট্রের প্রতিচ্ছ্ববি। সমাজ এবং রাষ্ট্র সঠিক বিনির্মাণে সাংবাদিক, সংবাদপত্রের বিশাল ভূমিকা রয়েছে। যুগান্তর রাষ্ট্রের বিভিন্ন প্রতিকূল পরিবেশে এবং অনুকূল সময়ে সঠিক সংবাদ প্রচারের মাধ্যমে আমাদেরকে অনুপ্রাণীত করেছে, আমাদেরকে সতর্ক করেছে। তিনি বলেন, হবিগঞ্জ মেডিকেল কলেজের সাথে সাংবাদিকদের যেন সুসম্পর্ক গড়ে উঠে। যুগান্তরের মাধ্যমে আমি একটি বার্তা সাবার কাছে পৌছাতে চাই, যে আমাদেও মেডিকেল কলেজের কোন স্থায়ী ক্যাম্পাস নাই। স্থায়ী ক্যাম্পাস যদি থাকে তবে মেডিকেল কলেজের সাথে একটি হাসপাতাল হবে। মানুষের সেবার মান আরও প্রসারিত হবে। জনমানুষের উন্নয়নে আমরা যেন সবাই একসাথে কাজ করি। যুগান্তর যুগ যুগ ধরে সাংবাদিকতার মাধ্যমে দেশ এবং জনগণের সেবা করুক এ কামনা করি। দৈনিক যুগান্তরের রজত জয়ন্তী উপলক্ষে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। যুগান্তরের জেলা প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকনের সভাপতিত্বে মঙ্গলবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাবেক সভাপতি মো. ফজলুর রহমান। এতে উপস্থিত ছিলেন আব্দুল হালীম, আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ, সাইফুর রহমান তারেক, সৈয়দ মশিউর রহমান, এমআর শায়েল, অপু আহমেদ রওশন, ইলিয়াস আলী মাসুক, মো. শাহ আলম, তানভীর আহমেদ, আনোয়ার হোসেন, জাহেদ আলী মামুন প্রমূখ।