বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জের কাজীরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বীপক দাশ ও শিক্ষিকা রত্না দাশকে বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে কাজিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দ্বীপক কুমার দাশ ও সহকারী শিক্ষক রত্না দাশকে জাঁকজমকপূর্নভাবে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকালে উপজেলার কাজিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গঁনে কাজিরগাঁও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত সংর্বধনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা কামাল। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ চন্দ্র দেবনাথ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন- উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রোমান মিয়া। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ জাকির হোসেন, আরআইবিএ, এআরবি, আর্কিটেক আবু বক্কর সিদ্দিকী। বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত অধ্যাপক মোঃ শফিকুর রহমান, ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদরুল আলম, বাসপ্রাবি সমিতির সভাপতি শামীম আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক মোঃ রুবেল মিয়া, প্রধান শিক্ষক আবুল আজাদ, দেবব্রত দাশ, সুব্রত দাশ, আজিজুর রহমান, ফাহমিদা আক্তার দিপা, লোমেশ রঞ্জন দাশ, সহকারী শিক্ষক সমাজের সভাপতি হরিপদ দাশ, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, শিক্ষক সুমেশ চন্দ্র দাশ, গ্রামবাসী ও অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ মসুদ মিয়া ও মোঃ আকিকুর রেজা, দাতা সদস্য অনু মিয়া, আমিনুর রহমান খোকন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফয়সল আহমেদ। স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন- সাবেক শিক্ষার্থী ও সমাজ কল্যাণ সংস্থার সদস্য আবুল হাসান। মানপত্র পাঠ করেন শিক্ষার্থী জাকিয়া আক্তার আনিসা, পবিত্র কোরআন তেলাওয়াত করেন তাসলিম হোসাইন ও গীতা পাঠ করেন শিক্ষক জবা দেবনাথ। অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তি প্রধান শিক্ষক দ্বীপক কুমার দাশ ও সহকারী শিক্ষক রত্না দাশকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সমাগ্রী প্রদান করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com