স্টাফ রিপোর্টার ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আন্তজেলা মলম পার্টির সক্রিয় দুই সদস্য নান্নু সসরকার (৫৫) ও জামাল মিয়াকে (৩০) জনতার সহায়তায় গ্রেপ্তার করেছেন পুলিশ। গতকাল বুধবার দুপুর ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বিশ্বরোড এলাকায় জনতা হাতেনাতে ধরে তাদেরকে হাইওয়ে পুলিশের মাধ্যমে সরাইল থানায় সোপর্দ করেন। পুলিশ তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বিশ্বরোড মোড় এলাকায় মলম পার্টির দৌরাত্ব চলে আসছে। তারা বিভিন্ন কৌশলে কখনো যাত্রী বেশে কখনো গাড়িতে করে লোকজনকে বোকা বানিয়ে নিজেদের কব্জায় নেয়। পরে ইচ্ছেমত টাকা পয়সা স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। শুধু ব্রাহ্মণবাড়িয়া ও সরাইলই নয়। তাদের এই ফাঁদের শিকার হয়েছেন শাহবাজপুর থেকে শুরূ করে চান্দুরা মাধবপুর, হবিগঞ্জ, সিলেটের অগণিত নারী পুরূষ। গতকাল বিশ্বরোড এলাকায় মলমপার্টির প্রতারণা করাকালে স্থানীয় লোকজন হাতেনাতে তাদেরকে ধরে ফেলেন। প্রথমে হাটিহাতা হাইওয়ে পুলিশ ও পরে সরাইল থানা পুলিশের কাছে তাদেরকে সোপর্দ করা হয়। গ্রেপ্তারকৃত নান্নু সরকার হবিগঞ্জ জেলার ইসলামাবাদ গ্রামের জিন্নত আলীর ছেলে। আর জামাল মিয়া চুনারূঘাটের গাজিপুর উপজেলার ধুপপাখি গ্রামের বাসিন্দা। তাদের রয়েছে একটি শক্তিশালী সিন্ডিকেট। তারা দেশের বিভিন্ন জেলায় এই ভাবে প্রতারণা করে মলম ব্যবহার করে মানুষকে চেতনাহীন করে সর্বস্ব লুটে নেয়। সরাইল থানা পুলিশ গতকাল তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছেন।