বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে হজ্ব করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪ নবীগঞ্জে যৌথ অভিযানে ৬২২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ॥ অস্ত্র ও দেশী-বিদেশী মুদ্রা জব্দ মাধবপুরে ৯০ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকার কসমেটিকস্ আটক সায়হাম গ্রুপের ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) হাফিজ আহ্সান ফরিদকে দুদকের কমিশনার নিয়োগ হবিগঞ্জের নতুন পুলিশ সুপার আসলাম শাহাজাদা বানিয়াচংয়ের আলোচিত ৯ খুন মামলার দুই আসামি গ্রেফতার মাধবপুরে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন বৃদ্ধ নিহত লাখাইয়ে অভ্যন্তরীন আমন ধান সংগ্রহরে শুভ উদ্বোধন সিলেটে ডেঙ্গুতে দুজনের মৃত্যু ॥ জানে না স্বাস্থ্য বিভাগ নবীগঞ্জে মালামালসহ পিকআপ ভ্যান ডাকাতি ॥ চালককে অপহরণ ॥ পুলিশের তাৎক্ষনিক অভিযানে গ্রেফতার-১ ॥ মালামাল উদ্ধার

মাধবপুরে ক্ষুদে বিজ্ঞানী উৎসব

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ শিখন-শেখানো প্রক্রিয়াটি অভিজ্ঞতাভিত্তিক এবং শিক্ষার্থী বাস্তব অভিজ্ঞতাভিত্তিক শিখনের মধ্য দিয়ে মাধবপুর উপজেলার মনতলা ক্লাস্টার কর্তৃক আয়োজিত “ক্ষুদে বিজ্ঞানী উৎসব” অনুষ্ঠিত হয়েছে।
৬ নভেম্বর বুধবার মনতলা কলেজ মাঠে মাধবপুর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলামের পরিকল্পনায় ও সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত ক্ষুদে বিজ্ঞানী উৎসব অনুষ্ঠিত হয়েছে। মনতলা ক্লাস্টারের ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে ২৫টি স্টলে প্রাথমিক পর্যায়ের বিজ্ঞান বিষয়ক শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে তৈরি বিজ্ঞান প্রজেক্ট, মডেল ও পোস্টার টাইপ উপকরণ প্রদর্শনী হয়। বিভিন্ন ধরণের আকর্ষণীয় উপকরণগুলো শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে প্রবল উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে। উপস্থিত দর্শনার্থীরা উপকরণগুলো দেখে দারুণ উচ্ছ্বসিত। মনতলা শাহজালাল সরকারি কলেজের শিক্ষক আব্দুল জব্বার স্টলগুলো ঘুরে বলেন- সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এমন আয়োজন আমার জীবদ্দশায় কখনো দেখিনি। এমন চমৎকার আয়োজন শিশুদের বিজ্ঞানের ভয় দূর করতে সহায়তা করবে। এই ‘ক্ষুদে বিজ্ঞানী উৎসব “এক ইতিহাস সৃষ্টি করেছে”। মাধবপুরে সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল নাজিম বলেন, বিজ্ঞান বিষয়ক উৎসবে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, ক্ষুদে বিজ্ঞানী টিম কর্তৃক বিজ্ঞান প্রজেক্ট উপস্থাপন প্রতিযোগিতা, সেরা বিজ্ঞান প্রজেক্ট প্রতিযোগিতা, হাতে তৈরি বিজ্ঞান প্রজেক্ট ও উপকরণ প্রদর্শন করার মাধ্যমে সেরা বিজ্ঞান বিদ্যালয় নির্বাচন করার মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীদের তুমুল প্রতিযোগিতার সৃষ্টি করেছে। মনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী ঈশিতা রাণী দাস তনুশ্রী মা শিখা রাণী দাস জানান, এমন উৎসবমুখর পরিবেশে এর আগে এমন অনুষ্ঠান আগে হয়নি। আমার সবচেয়ে ভালো লেগেছে শিক্ষার্থীদের বিজ্ঞান প্রজেক্ট উপস্থাপন পর্বটি। সবার উপকরণগুলো খুবই আকর্ষণীয় ও মজার। “শাহপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির লামিয়া জাহান রোজার বাবা লিটন মিয়া বলেন, “এমন উদ্ভ¢াবনী উদ্যোগ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে। শিশুর বিজ্ঞানের ভয় দূর করে হাতে কলমে শিখতে খুবই কার্যকর। তেলিয়াপাড়া চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে বিজ্ঞানী টিমের টিম লিডার বলে, “আজ ঈদের দিনের মতো আনন্দ মনে হচ্ছে। আমরা স্কুলে এমন সুন্দর সুন্দর উপকরণের মাধ্যমে শিখি। অনেক মজা লাগে। আনন্দ পাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com