শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বাধীনতার ৫৩ বছরেও একটি ব্রিজের অপেক্ষায় নবীগঞ্জের ৭ গ্রামের মানুষ সবুজ চা বাগানে মুত্রা ছড়াচ্ছে লাল শাপলা বানিয়াচঙ্গের উত্তর সাঙ্গর গ্রামে মাটি খুঁড়তেই বেরিয়ে এলো পাতিল ভর্তি কড়ি হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী দেশের গ্রামীণ খেলাধুলা শায়েস্তাগঞ্জে ভুট্টা চাষে আগ্রহ দিন দিন বাড়ছে কৃষকদের ভারতে অনুপ্রবেশের সময় বাল্লা সীমান্তে আটক ৩ বিএনপি নেতা সৈয়দ রিয়াজের মায়ের কবর জিয়ারত করলেন জিকে গউছ দেশের একমাত্র আগাম দুর্গাপূজা শুরু হয়েছে শ্রীমঙ্গলের মঙ্গলচন্ডি মন্দিরে নবীগঞ্জে পিকআপ ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু মাধবপুরে বালু বোঝাই ট্রাক থেকে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি ও থান কাপড় আটক করেছে বিজিবি

নবীগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে হামলায় একই পরিবারের আহত ৩ ॥ সেনাবাহিনীর বরাবরে অভিযোগ দায়ের

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামে পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় আহতদের একজনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযোগে জানা যায়, কুর্শি গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী সামাল উল্লাহ (৫৫) তার বাড়িতে একটি ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। তার দোকান থেকে একই গ্রামের মৃত বারিক উল্লার পুত্র আবুল হোসেন (৪৫) বাকীতে মাল নেন। বকেয়া মাত্র ৬০ টাকা চাইতে গিয়ে গত ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সামাল উল্লাহ ও আবুল হোসেনের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে আবুল হোসেন ও তার লোকজন সামাল উল্লাহর উপর অতর্কিতে হামলা চালায়। সামাল উল্লাহর আর্তচিৎকারে তার স্ত্রী আফিয়া বেগম (৪৫) ও ছেলে সজল উল্লাহ (৩১) এগিয়ে আসলে তাদের উপর হামলা চালানো হয়। এতে তারা ৩জনই আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে আশংকাজনক অবস্থায় সজল উল্লাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। গুরুতর আহত সামাল উল্লাহকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ হামলার ঘটনায় ওই পরিবারের লোকজন আতংকে দিনযাপন করছেন। ২৮ সেপ্টেম্বর বানিয়াচং সেনা বাহিনীর ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আহত সামাল উল্লাহ বলেন, হামলাকারী আবুল হোসেন তার ছেলে আকলু মিয়া, সহযোগী সাহিদ, মুজিব গংদের অত্যাচারে তারা অতিষ্ঠ। আইনশৃঙ্খলা বাহিনীর নিকট তিনি সুবিচার চান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com