স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামে পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় আহতদের একজনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযোগে জানা যায়, কুর্শি গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী সামাল উল্লাহ (৫৫) তার বাড়িতে একটি ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। তার দোকান থেকে একই গ্রামের মৃত বারিক উল্লার পুত্র আবুল হোসেন (৪৫) বাকীতে মাল নেন। বকেয়া মাত্র ৬০ টাকা চাইতে গিয়ে গত ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সামাল উল্লাহ ও আবুল হোসেনের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে আবুল হোসেন ও তার লোকজন সামাল উল্লাহর উপর অতর্কিতে হামলা চালায়। সামাল উল্লাহর আর্তচিৎকারে তার স্ত্রী আফিয়া বেগম (৪৫) ও ছেলে সজল উল্লাহ (৩১) এগিয়ে আসলে তাদের উপর হামলা চালানো হয়। এতে তারা ৩জনই আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে আশংকাজনক অবস্থায় সজল উল্লাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। গুরুতর আহত সামাল উল্লাহকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ হামলার ঘটনায় ওই পরিবারের লোকজন আতংকে দিনযাপন করছেন। ২৮ সেপ্টেম্বর বানিয়াচং সেনা বাহিনীর ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আহত সামাল উল্লাহ বলেন, হামলাকারী আবুল হোসেন তার ছেলে আকলু মিয়া, সহযোগী সাহিদ, মুজিব গংদের অত্যাচারে তারা অতিষ্ঠ। আইনশৃঙ্খলা বাহিনীর নিকট তিনি সুবিচার চান।