আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার হরষপুর সীমান্ত ফাঁড়ি দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে বিজিবি ৩ জনকে আটক করেছে। গতকাল রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সীমান্তে টহল দেওয়ার সময় সন্দেহজনকভাবে ঘুরাফেরা অবস্থায় হরষপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি জোয়ানেরা তাদের আটক করে। আটককৃতরা হল, ব্রাহ্মনবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তি গ্রামের ধনঞ্জয়ী দাসের ছেলে গোবিন্দ দাস (১৯), একই গ্রামের গিরেন্দ্র চন্দ্র দাসের মেয়ে রেখা দাস (৩৫) ও বিজয়নগর উপজেলার ধুরানাল গ্রামের হামিদ মিয়ার ছেলে সাকিব মিয়া (২১)।
আটককৃতদের মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে। এ সংক্রান্তে মামলা রুজুর কথা জানিয়েছেন মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।