মোঃ আলমগীর মিয়া/ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় লাগামহীন বিদ্যুৎবিভ্রাটের প্রতিবাদে ও নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে পল্লী বিদ্যুৎ জোনাল অফিস ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ মানুষ। গতকাল মঙ্গলবার দুপুরে নবীগঞ্জের সর্বসধারণের আয়োজনে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে শহরের নতুন বাজার মোড়ে জড়ো হয় সাধারণ মানুষ। পরে বিক্ষোভ মিছিল নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের অভিমুখে যাত্রা শুরু করে। পরে নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিস সামনে গিয়ে ঘেরাও করে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে নানা শ্লোগান দেন আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনকারীরা নবীগঞ্জে বিদ্যুৎ গ্রীডস্থাপন করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দেয়ার দাবী জানান।
এসময় বক্তব্য রাখেন- বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুল আলম সুমন, মোশাহিদ আলম মুরাদ, জহিরুল ইসলাম সোহেল, বাজারের ব্যবসায়ী লিপু আহমেদ, হাবিবুর রহমান হাবিব, নাবেদ মিয়া, ইশতিয়াক মোহাম্মদ আপন।
পরে নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ ফয়জুল্লাহ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা প্রদানে নবীগঞ্জে বিদ্যুৎ গ্রীডস্থাপন করতে উধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করবেন বলে আশ্বাস দিলে আন্দোলকারীরা আন্দোলন প্রত্যাহার করেন।