স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ সরকারী কলেজের নানা অনিয়ম-দূর্নীতির অভিযোগের বিষয়ে এবার ছাত্রদের মুখোমুখি হয়েছেন অধ্যক্ষ ফজলুর রহমান। গতকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন ঈমন এর তত্বাবধানে কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে কলেজ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় নানা অনিয়ম-দূর্নীতির বিষয়ে তাকে জিজ্ঞেস করা হলে কোন সদোত্তর দিতে পারেন নি।
কলেজে ভর্তি, মাসিক বেতন, শিক্ষা সফর, অর্থ তহবিল, ব্যাংকিং ব্যবস্থা, শিক্ষকদের ক্লাস ফাকি দেয়া, বিভিন্ন কমিটির আর্থিক অনিয়ম, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মনসুর, সাধারণ সম্পদক আবু মেহের পনির এর দলীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরেন সাধারন শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা নানা অনিয়ম, দুর্নীতি ও কমিশন বাণিজ্যের তথ্য তুলে ধরলে অধ্যক্ষ ফজলুর রহমান কোন সদোত্তর দিতে পারেন নি।
বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্রলীগ ও শিক্ষকদের নিয়ে শিক্ষা সফরে যাওয়ার বিষয়ে দুঃখ প্রকাশ করেন তিনি। অনিয়ম-দুর্নীতির বিষয়ে কোনো সমাধান না হওয়ায় সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।