সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুরে বানের জলে ভেসে গেল কোটি টাকার মাছ ॥ খামারির সর্বনাশ

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ১১২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ কয়েকদিন পরেই ৪২ একর পুকুর দিঘির মাছ ধরে বিক্রির প্রস্তুতি নিয়েছিলেন খামারিরা। কিন্তু ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে সোনাই নদীর পাড় ভেঙ্গে মৎস্য খামার ডুবে দুই কোটি টাকার মাছ ভেসে গেছে। মাধবপুর উপজেলার ঘিলাতলী এলাকায় এবারের বন্যায় এ ঘটনা ঘটেছে।
কোটি টাকার মাছ চোখের সামনে দিয়ে ভেসে চলে যেতে দেখে খামারের লোকজন ও মালিক হতাশ হয়ে পড়েছেন। মাছ আটক করার পূর্ব কোন প্রস্তুতি থাকলে হয়তো এত ক্ষতি হতোনা বলে খামারের লোকজন জানিয়েছে।
খামারের কর্মচারী আবুল খায়ের সহ স্থানীয় লোকজন জানান, গত ২০ আগস্ট থেকে মাধবপুরে ভারতের পশ্চিম ত্রিপুরায় ভারি বর্ষন হয়। অতি বর্ষণে বহরা ইউনিয়নের ঘুনাপাড়া জোলেখা সফি উদ্দিন ৪২ একর মৎস্য প্রকল্পের বড় কয়েকটি দিঘী পানিতে ডুবু অবস্থা। কিন্তু ২১ আগস্ট রাতে সোনাই নদীর পাড় ভেঙ্গে মুহুর্তের মধ্যে সবকটি দিঘী ডুবে যায়। আর এতেই সর্বনাশ নেমে আসে। রাতের মধ্যেই বিক্রয় উপযোগী প্রায় আড়াই কোটি টাকার মাছ ভেসে গেছে। সোনাই নদীর পাড় ভেঙ্গে পানি না ডুকলে এত ক্ষতি হতোনা। সর্বনাশা নদীর বান সবকিছু কেড়ে নিয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান জানান, গেল বন্যায় কমবেশি সব মৎস্য খামারির পুকুর দিঘী ডুবেছে। তবে জোলেখা সফি উদ্দিন মৎস্য প্রকল্পের ৪২ একর পুকুর দিঘী ডুবে বড় ধরনের ক্ষতি হয়েছে। সোনাই নদীর নদীর বাধ ভেঙ্গে এমন সর্বনাশ হয়েছে আমরা এলাকাবাসি এমন ক্ষতি দেখে হতাশ হয়েছি। সোনাই নদী থেকে বালু তোলায় পাড় ভেঙ্গে এখন লোকালয় প্লাবিত হয়ে পুকুর দিঘী ডুবে মৎস্য খামারিরা লোকসানের মধ্যে পড়েছেন।
খামারির মালিক কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, দীর্ঘ ৩০ বছর মাছের খামার পরিচালনা করে আসছি। এমন পরিস্থিতির মধ্যে আগে কখনো পড়েনি। এবার পাহাড়ি ঢল ও উজান থেকে নেমে আসা ঢলে সোনাই নদীর পাড় ভেঙ্গে প্রায় দুই কোটি টাকার মাছ ভেসে গেছে। এখন আমি দিশেহারা হয়ে পড়েছি। আবার খামার চালু করতে পারব কিনা চিন্তার মধ্যে পড়েছি।
অপর খামারি মোর্শেদ কামাল জানান, আন্দিউড়া গ্রামের বন্যার পানিতে কমপক্ষে ২০ জন খামারির ৫০টি বড় পুকুর ডুবে ৫০ লাখ টাকার মাছ ভেসে গেছে। এখন খামারিরা নতুন করে কিভাবে মৎস্য চাষ করবেন এ নিয়ে চিন্তার মধ্যে আছেন।
মাধবপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক জানান, মাধবপুরে দু’দফা বন্যায় মৎস্য খামার পানিতে ডুবে মাছ ভেসে গেছে। সর্বশেষ গেল বন্যায় ৪ শতাধিক পুকুর বন্যার পানিতে ডুবে ফলে মাছ ভেসে গেছে। এখনো সঠিক ভাবে লোকজন নিরুপন করা যায়নি। তবে প্রাথমিক ভাবে খামারিদের সাখে কথা বলে জানা গেছে ক্ষতির পরিমাণ ৬ কোটি টাকার ওপরে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com