আজমিরীগঞ্জ প্রতিনিধি \ আজমিরীগঞ্জ উপজেলায় সা¤প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উফশি আমন জাতের ধান বীজ জনপ্রতি ৫ কেজি ও ২০ কেজি সার ১৮ শত কৃষকদের মাধ্যে বিতরণ করা হয়।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা নির্বাহী অফিসার জুয়েল ভৌমিকের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার লুৎফে আল ময়েজের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডঃ ময়েজ উদ্দিন শরীফ রুয়েল এমপি। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আলাউদ্দিন মিয়া। বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মিলোয়ার হোসেন, মাহমুদা আক্তার রেফা, মনোয়ার আলী, প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা সুবোধ মন্ডল, সদর ইউপি চেয়ারম্যান মোবারুল হোসেন, জলসুখা ইউপি চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলু, শিবপাশা ইউপি চেয়ারম্যান নলিউর রহমান তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ময়েজউদ্দিন শরীফ বলেন- আমাদের কৃষকদের আংশিক বন্যায় ক্ষতি সধিত হয়েছে, জননেত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাবার সহ এখন রোপা আমন ধান করার জন্য সার ও বীজ বিতরণ করছেন। প্রত্যেক কৃষক তাদের জমিতে ধান চাষ করার আহবান জানান। তিনি বলেন, কোটা আন্দোলনের নামে জামাত বিএনপির নৌরাজ্য যেন না করতে পারে সে দিকে খেয়াল রাখার জন্য সজাগ দৃষ্টি রাখতে আহব্বান জানান।ৎ