শনিবার, ২৪ মে ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ন

চুনারুঘাটে দুর্বৃত্তের হামলায় মহিলাসহ ৩জন আহত

  • আপডেট টাইম রবিবার, ২০ অক্টোবর, ২০১৩
  • ৬০৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে দুর্বৃত্তদের হামলায় মহিলাসহ ৩জন আহত হয়েছে। জানা যায়, শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার পাইকুড়া গ্রামের আবুল কালাম ও তার স্ত্রী জাহেরা খাতুন বাড়ি থেকে চুনারুঘাট বাজারে আসার পথে সাবেক ইউপি মেম্বার গিয়াস উদ্দিনের বাড়ির কাছে পৌছা মাত্র একই গ্রামের আব্দুর রউফের পুত্র আব্দুল আউয়ালসহ একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় দুর্র্বৃত্তদের আক্রমণে আবুল কালাম (৪০), তার স্ত্রী জাহেরা খাতুন (৩৫) ও মুখলিছ মিয়া (২৫) আহত হয়। হামলাকারীরা আবুল কালামের মোবাইল সেটসহ অর্থকরি লুট করে। আহতদের চিৎকারে গ্রামবাসী এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহতদের চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে চুনারুঘাট থানায় মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com