স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সিভিল সার্জন অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অল্পের জন্য ভয়াবহ ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। গত মঙ্গলবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। আতংকে রোগীরা ছুটাছুটি করতে গিয়ে আহত হয়েছে। জানা যায়, ওই দিন রাতে অফিসের ভেতরে নিচতলায় আগুনের সূত্রপাত হয়। আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রন করে। তবে কোনো ক্ষতি হয়নি বলে সিভিল সার্জন জানিয়েছেন।