মঙ্গলবার, ২৩ জুলাই ২০২৪, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রিচি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম আর নেই চাকুরীতে কোটা বাতিলের দাবিতে শায়েস্তাগঞ্জে মহাসড়ক অবরোধ আশ্রয়ণ প্রকল্পে খাবার বিতরণ করলেন এমপি আবু জাহির লন্ডনে মিসিগান হবিগঞ্জ এসোসিয়েশনের সাবেক সভাপতি শাহীন আহমেদের সাথে যুক্তরাজ্যে মতবিনিময় অনুষ্টিত পবিত্র আশুরা আজ কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি’র উদ্যোগে ”দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরী স্বাস্থ্যসেবা বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত ৩৯ বছরের বর্ণাঢ্য শিক্ষকতার ইতি টেনে অরবিন্দের অশ্রুসিক্ত বিদায় বাহুবলে সড়ক দুর্ঘটনায় ২ যুবক গুরুতর আহত ॥ সিলেট প্রেরণ সকলের সহযোগিতায় পরিবেশবান্ধব শহর গড়ে তোলবো-পৌর মেয়র সেলিম চুনারুঘাটে সিসিমপুর প্রকল্পের সমাপ্তিকরণ কর্মশালা অনুষ্টিত

হবিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সমন্বয়ক কমিটির সমাবেশ

  • আপডেট টাইম রবিবার, ১৯ মে, ২০২৪
  • ২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার বীর মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণার্থে গঠিত সমন্বয়ক কমিটির এক সাধারণ সভা গত ১৮ মে শনিবার সকাল ১০টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুন্সী আব্দুর রহিম জুয়েল। সাবেক উপজেলা কমান্ডার রাশিদুল হাসান চৌধুরী কাজল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক জেলা ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গৌর প্রসাদ রায়। সভায় হবিগঞ্জ জেলার বীর মুক্তিযোদ্ধা ও পরিবারবর্গের কল্যাণার্থে সংসদের নির্বাচন পূর্বকাল পর্যন্ত কমান্ডার মুন্সী আব্দুর রহিম জুয়েলকে সমন্বয়ক করে ৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটি জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর প্রশাসক ডিপুটি কমিশনার ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডকে সার্বিক সহযোগিতা এবং সমন্বয় সাধনের জন্য দায়িত্ব দেয়া হয়। অন্যান্য সদস্যরা হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা গৌর প্রসাদ রায়, মোহাম্মদ আলী মমিন, এডভোকেট মনোয়ার আলী, সফিকুর রহমান। সভায় বক্তারা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন দ্রুত সম্পন্ন করার জন্য সংসদের প্রধান পৃষ্টপোষক, প্রধান উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন। এছাড়া ভাতা ও বোনাস বৃদ্ধি, চিকিৎসা সেবার অর্থ মুক্তিযোদ্ধাদের ভাতার সাথে একাউন্টে প্রদান, মুক্তিযোদ্ধাদের নামে রাস্তা ও স্থাপনার নামকরণ, পৌরসভা ও অন্যান্য স্থানীয় সরকারের হোল্ডিং ট্যাক্স, গ্যাস বিদ্যুৎ মওকুফ, ট্রেন, বাস, লঞ্চে আসন সংরক্ষনের দাবী জানানো হয়েছে। সভায় উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণকারী যোগ্যতম মুক্তিযোদ্ধা সন্তানদেরকে সমর্থন ও ভোট প্রদানের আহবান জানানো হয়। বক্তৃতা করেন- বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, এডভোকেট মনোয়ার আলী, এডভোকেট দ্বীপেশ চন্দ্র দাস, সৈয়দ জাহেদুল ইসলাম, আব্দুস ছামাদ, হুমায়ুন কবির, শফিকুর রহমান, গোলাম মুস্তাফা রফিক, আবুল কালাম, শেখ আব্দুল কাইয়ুম, মোঃ সিরাজ মিয়া, ছিদ্দিক মিয়া, আব্দুর রহমান, জিয়াউল হাসান, এম.এ তাহের, নূর মিয়া, মনজিল মিয়া, হায়দর আলী, আব্দুল হামিদ, আনোয়ার হোসেন, মুজাম্মিল হক মাসুক, হাজী আব্দুল আলী, বরকত আলী, আহসান উদ্দিন জামাল, মুক্তিযোদ্ধা সন্তান অধ্যাপক ফখরুদ্দিন খান পারভেজ, নূরুজ্জামান চৌধুরী, জয়নাল আবেদীন রাসেল, ফরিয়াদ চৌধুরী, নূরুল হক টিপু, শেখ শাহ আলম, পংকজ কান্তি দাস, হোসেন মামুনুর রহিম রূপক, সাইফুল ইসলাম, উছমান মিয়া, মোঃ রাসেল, কিতাব আলী, মিজানুর রহমান মিজান, আয়েশা আক্তার, রহমত আলী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com