স্টাফ রিপোর্টার ॥ তাপদাহের পর হবিগঞ্জে বৃষ্টি হয়েছে। গত শুক্রবার মধ্যরাত থেকে শনিবার দুপুর পর্যন্ত বিভিন্ন উপজেলায় বৃষ্টি হয়েছে। এতে করে মানুষের মাঝে স্বস্থি ফিরে এসেছে। তবে বজ্রপাতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর মিলেছে। এদিকে শহরের বিদ্যুৎ দিনভর দীর্ঘক্ষণ ছিল না। সাধারণ মানুষ ঘর থেকে দুপুর পর্যন্ত তেমন একটা বের হননি। বৃষ্টি কমলে বের হন। এদিকে অনেক কৃষকের ধানের ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আবার অনেকেই ধান সিদ্ধ করে শুকাতে পারেননি। তবে অনেকে বলছে বৃষ্টি শাক-সবজির উপকারে আসবে।