স্টাফ রিপোর্টার ॥ মিরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫ জন ব্যবসায়ীকে দেড় লাখ টাকা অর্থ সহায়তা দিয়েছে হবিগঞ্জ জেলা পরিষদ। গতকাল জেলা পরিষদের চেয়ারম্যান আলেয়া আক্তার তাঁর কার্যালয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে এই সহায়তার চেক হস্তান্তর করেন।
এ সময় জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারি সহায়তা পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তার এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
প্রসঙ্গত, গত ১৫ মার্চ বিকেলে মিরপুর বাজারের তেমুনিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে এই ১৫ জন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছিলেন।